রাজীব ঘোষ: সারদাকাণ্ডে সিবিআই যথেষ্ট তৎপরতার সঙ্গে তদন্ত করছে।কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের গ্রেফতারির উপর স্হগিতাদেশের সময় সীমা বাড়ানোর জন্য কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন তিনি।কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি মধুমিতা মিত্র বলেন, দীর্ঘদিন ধরে এই ঘটনার তদন্ত চলছে।এই বিষয়ে একাধিক বার আদালতে শুনানি হয়েছে।এবার এই ঘটনার শেষ হওয়া প্রয়োজন।তবে আগামীকাল পর্যন্ত রাজীব কুমারের গ্রেফতারির উপর বিচারপতি স্হগিতাদেশ দিয়েছেন।
রাজীব কুমারের আইনজীবী আদালতে আগামী সোমবার পর্যন্ত স্হগিতাদেশ চেয়েছিলেন।হাইকোর্টের বিচারপতি সেটা দেননি।এদিন কলকাতা হাইকোর্টে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের আইনজীবী বলেন, মদন মিত্রের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, সেই জন্য আদালতের দ্বারস্থ হয়েছি।সারদাকাণ্ডে সিবিআই একাধিক বার রাজীব কুমারকে জেরা করেছে।কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা সারদার তদন্তে তৃণমূল নেতা, বিধায়ক থেকে শুরু করে বিভিন্ন আধিকারিকদের একাধিক বার জেরা করেছেন।এদিন হাইকোর্টে রাজীব কুমারের আইনজীবী বলেন, বুধবার রাজীব কুমারকে সিবিআই জেরা করেছে।
জেরা করার নামে সিবিআই হেনস্থা করছে।সারদাকাণ্ডে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে দোষী সাব্যস্ত করতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা।তাই তাকে বারবার জেরা করার নামে ডেকে পাঠানো হচ্ছে।রাজীবের আইনজীবী এও বলেন, সিবিআই রাজীব কুমারের ক্ষেত্রে মদন মিত্রের ঘটনার পুনরাবৃত্তি করতে পারে।প্রসঙ্গত, যেদিন মদন মিত্রকে সিবিআই গ্রেফতার করে, সেদিন সকাল সাড়ে দশটায় সাক্ষী হিসেবে তাকে ডেকে পাঠায় সিবিআই।তারপর বিকেল সাড়ে চারটের সময় অভিযুক্ত হিসেবে মদন মিত্রকে সিবিআই গ্রেফতার করে।রাজীব কুমারের আইনজীবী আবেদন করেন, রাজীব কুমারের ক্ষেত্রে যেন মদন মিত্রের ঘটনার পুনরাবৃত্তি না হয়।স্বাভাবিক ভাবেই সারদাকাণ্ডে সিবিআই যে যথেষ্ট তৎপরতার সঙ্গে তদন্তে অগ্রগতি করেছে সেটা বোঝা যাচ্ছে।