২৮ শে আগস্ট বুধবার, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে ধর্মতলায় ভাষণ রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অসংখ্য ছাত্রছাত্রীর ঢল নেমেছিল আজ ধর্মতলার মোড়ে। সেখান থেকেই তিনি বলেন, ‘আজ আমার ভাইকে ডাকছে, কাল আমাকে গ্রেফতার করতে পারে সিবিআই। জেলে যেতে রাজি কিন্তু বিজেপির কাছে মাথা নত করবনা। ভাবব স্বাধীনতা সংগ্রাম করছি।’ এবার এই মন্তব্যকে তীব্র কটাক্ষ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। তিনি বলেন, ‘ওরা তো প্রস্তুত হয়েই আছেন জেলে যাওয়ার জন্য। জেলে অনেককেই যেতে হবে। তবে, স্বাধীনতার সংগ্রামীদের মতো নয়, কোমরে দড়ি পরে। কাটমানি নেওয়া শাস্তিযোগ্য অপরাধ। তার জন্য জেলেই ভবিতব্য।’ তার এই মন্তব্য নিয়ে বিতর্ক এখন সারা রাজনৈতিক মহলে।