TRP তালিকা: প্রথম সপ্তাহেই বাজিমাত ‘উমা’র! এবারেও সেরা ‘মিঠাই’ ‘অপরাজিত অপু’, থমকে গেল সর্বজয়া
বাঙালির ড্রয়িং রুমে কখনও ঘাটতি দেখা যায়নি বিনোদনের। এই মহামারীতে পরপর সিনেমা হলের দরজা বন্ধ হলেও রমরমিয়ে চলেছে বাংলা ধারাবাহিক। আর প্রতি সপ্তাহে ধারাবাহিকের টিআরপি চার্ট খলেই বোঝা যায়, দর্শকদের বাংলা ধারাবাহিকের প্রতি রয়েছে বিশেষ আকর্ষণ। প্রতি সপ্তাহের মতো লক্ষীবারেও টিআরপির রেজাল্ট আউট হয়ে গিয়েছে। দর্শক মনে কেমন জায়গা করে নিতে পারল দুই চ্যানেলের প্রতিটি ধারাবাহিক ও তাঁর অভিনেতা-অভিনেত্রীর অভিনয় আর আজ সেটাই দেখার দিন।
এই টিআরপির রেজাল্টে বিগত কয়েক মাস ধরে ফাস্ট গার্লের তকমা পেয়েছে জি বাংলার মিঠাই। এই সপ্তাহেও তার অন্যথা হল না। ১১.৩ নম্বর নিয়ে টিআরপি তালিকায় নিজের জায়গাতে কায়েম রাখলো ‘মিঠাই’। অন্যদিকে দুই নম্বরেও নিজেদের পাকাপাকি জায়গা করে নিয়েছে জি বাংলার ‘অপরাজিতা অপু’র অপু আর দীপু। মাঝে তৃতীয় স্থান নিলেও দুই সপ্তাহ ধরে নিজের স্থান দখল করে নিয়েছে অপু। এই সপ্তাহে এই ধারাবাহিকের রেটিং পয়েন্ট ৮.৯।
প্রথম দুটি ধারাবাহিক টিআরপির স্থানে স্থির থাকলেও প্রতি সপ্তাহে তিন নম্বর থেকে অন্যান ধারাবাহিকের স্কোরগুলি সাপ সিঁড়ির মতো ওঠানামা করছে । এই সপ্তাহে তিন নম্বরে রয়েছে জি বাংলারই দুটি ধারাবাহিক- ‘কৃষ্ণকলি’ ও ‘উমা’। প্রথম সপ্তাহে উমার বাজিমাত। অবশ্য এই দুটির প্রধান চরিত্রে রয়েছেন নীল ভট্টাচার্য। এই দুটি ধারাবাহিকের রেটিং পয়েন্ট ৮.৭। এর পরেই চার নম্বরে পিছিয়ে গিয়েছে জি বাংলার ‘যমুনা ঢাকি’ যার রেটিং পয়েন্ট ৮.৩। তার পরেই ৮.২ রেটিং পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে এগিয়ে এসেছে ‘করুণাময়ী রাসমনি উত্তর পর্ব’।
তবে প্রথম পাঁচে স্টার জলসার কোনো ধারাবাহিক জায়গা করতে পারেনি। তবে এই সপ্তাহে ষষ্ট স্থানে রয়েছে তিনটি ধারাবাহিক। স্টার জলসার ‘খড়কুটো’ বরাবরই দর্শকদের কাছে বিশেষ আকর্ষণীয়। এবার যেন এই ধারাবাহিক আরও স্পেশাল হয়ে উঠেছে গুনগুন ও সৌজন্যের ভুল বোঝাবুঝি অন্তের পর নিখাদ প্রেমপর্ব দেখতে পাচ্ছেন দর্শকরা। ছয় নম্বরে ৭.৭ রেটিং পয়েন্ট নিয়ে রয়েছে ‘খড়কুটো’র সাথে ‘ধুলোকণা’ জায়গা করে নিয়েছে।
আর ষষ্ট স্থান নিয়েছে জি বাংলার ‘সর্বজয়া’ জায়গা করেছে। তবে আগের থেকে অনেকটাই পিছিয়ে গিয়েছে দেবশ্রী। অন্যদিকে সবাইকে চমকে দিয়ে সাত নম্বরে জায়গা করে নিয়েছে শন আর সৃজলার স’মন ফাগুন’ যার রেটিং পয়েন্ট ৭। আর অষ্টম স্থানে জায়গা করে নিয়েছে, ‘এই পথ যদি না শেষ হয়’ আর ‘কড়ি খেলা’। এদের প্রাপ্ত নম্বর ৬.৮। আর নবম স্থানে রয়েছে ‘রোহিত আর শ্রীময়ী’। এদের প্রাপ্ত নম্বর ৬.৯৷ আর দশম স্থানে রয়েছে ‘রিমলি’। তবে প্রথম সপ্তাহে স্টার জলসার ‘আয় তবে সহচরী’ টিআরপির সেরা দশে জায়গা করতে পারেনি।
এক নজরে দেখে নেওয়া যাক এই সপ্তাহের টিআরপি তালিকা-
১) মিঠাই- ১১.৩
২) অপরাজিতা অপু- ৮.৯
৩) কৃষ্ণকলি, উমা- ৮.৭
৪) যমুনা ঢাকি- ৮.৩
৫) করুণাময়ী রাণী রাসমণী- ৮.২
৬) খড়কুটো, ধুলোকণা, সর্বজয়া- ৭.৭
৭) মন ফাগুন- ৭
৮) কড়িখেলা, এই পথ যদি না শেষ হয়- ৬.৮
৯) শ্রীময়ী- ৬.৫
১০) রিমলি- ৬.১