বেশ কয়েক দিন হল কমে গিয়েছে বৃষ্টির দাপট। জুলাই মাসের মাঝামাঝি সময় থেকে প্রবল বর্ষণে জেরবার হচ্ছিল বঙ্গবাসী। পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। অবশেষে নিজের দাপট কমিয়ে আগের সপ্তাহতে সেই হয়রানির হাত থেকে স্বস্তি পেয়েছিল রাজ্যের মানুষ। বাদল টুটে মেঘের কোলে উঁকি দিয়েছিল সোনা রোদ। নিম্নচাপ শক্তি হারিয়ে সরে গিয়েছিল অন্য রাজ্যে। কিন্তু এরমধ্যেই আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে দিল সেপ্টেম্বর ২ থেকে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপের জেরে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা অপেক্ষাকৃত বেশি বৃষ্টির সম্ভবনা রয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে জারি করা হয়েছে সতর্কতা। মৎস্যজীবীদের আগামী ৪৮ ঘণ্টা সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আকাশ পরিষ্কার থাকায় দিনের সর্বোচ্চ ।