রাজীব ঘোষ: মালদা জেলায় তৃণমূল কংগ্রেস যথেষ্ট অস্বস্তিতে পড়েছে।ইংরেজবাজার পুরসভায় চেয়ারম্যানের বিরুদ্ধে দলীয় কাউন্সিলরদের অনাস্থা আনার পর এবার পুরাতন মালদা পুরসভায় চেয়ারম্যানের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের ১৪ জন কাউন্সিলর অনাস্থা আনলেন।ইতিমধ্যে মালদহের জেলাশাসক এবং মহকুমাশাসকের কাছে অনাস্থা বিষয়ে চিঠি জমা দেওয়া হয়েছে।পুরাতন মালদহ পুরসভার মোট ২০ টি ওয়ার্ডের মধ্যে ১৪ টি ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলররা চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনেন।এই বিষয়ে চেয়ারম্যান কার্তিক ঘোষ বলেন, অনাস্থার বিষয়ে আমি কিছু জানি না।জেলা এবং রাজ্য নেতৃত্ব এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে।মালদহ জেলার তৃণমূল সভানেত্রী মৌসম বেনজির নূর এই অনাস্থার বিষয়ে খোঁজ নিয়ে জানার কথা বলেছেন।দলীয় নেতৃত্ব পরপর দুটি পুরসভায় চেয়ারম্যানের বিরুদ্ধে দলীয় কাউন্সিলরদের অনাস্থা আনার ফলে যথেষ্ট অস্বস্তিতে রয়েছে।লোকসভা নির্বাচনে পুরাতন মালদহ পুরসভা এলাকায় তৃণমূলের খারাপ ফলাফল হয়েছে।
এই বিষয়ে পুরসভার এক কাউন্সিলর বলেন, মানুষের সঙ্গে চেয়ারম্যানের কোনো যোগাযোগ নেই।তিনি জনসংযোগ হারিয়েছেন।এলাকার মানুষ তাকে আর চাইছেন না।চেয়ারম্যান কাউন্সিলরদের কোনো কথাই শোনেন না।পুরাতন মালদহ পুরসভার চেয়ারম্যান একনায়কতন্ত্র চালাচ্ছেন বলে দলের কাউন্সিলররা অভিযোগ করেছেন।পুরসভার অন্যান্য কাউন্সিলরদের একই বক্তব্য।তাদের কথায়, উনি চেয়ারম্যান থাকলে এলাকার কোনো উন্নতি হবে না।মানুষের কথা না ভেবে উনি নিজের জন্য কাজ করে যাচ্ছেন।ফলে এলাকার উন্নয়ন নিয়ে মানুষের কাছে কিছু বলতে পারছি না।মানুষের মধ্যে ক্ষোভ তৈরী হয়েছে।তাই এই পুরসভার কাউন্সিলররা চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা এনেছেন বলে তারা জানান।