মমতা বন্দ্যোপাধ্যায় এর সরকার অর্থাৎ তৃণমূল কংগ্রেস ২০১১ সালে সরকারে আসার পর থেকেই পশ্চিমবঙ্গের একাধিক ক্লাবকে ২ লক্ষ টাকা করে অনুদান দিয়ে এসেছে। এছাড়া অনেক পুজো কমিটিকে অনুদান দিয়েছে। কিন্তু ডিএ বৃদ্ধি থেকে শিক্ষকদের বেতন প্রসঙ্গ উঠলেই কোষাগারে টাকার অভাবের কথা মনে পড়ে, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সর্বদা নিজেকে গরিব সরকারের মুখ্যমন্ত্রী বলে দাবি করেন। অথচ, এবার পুজোয় কমিটিগুলোকে কমপক্ষে ৭০ কোটি টাকা দেবে রাজ্য সরকার। গতবছরেও রাজ্যের ২৮ হাজার পুজো কমিটিকে ১০ হাজার টাকা করে সরকারি অনুদান দেওয়া হয়েছিল। এবার স্টা বেড়ে ২৫ হাজার হচ্ছে। ২৮ হাজার পুজোর জন্য ২৫ হাজার টাকার হিসেবে খরচ হবে ৭০ কোটি টাকা। এখনও কি মুখ্যমন্ত্রী বলবে রাজ্য সরকার গরিব তার দিকেই তাকিয়ে রাজ্যের সাধারণ মানুষ।