বলিউডবিনোদন

Yuvika Chaudhary: যুবরাজের পর এবার গ্রেফতার হলেন এই জনপ্রিয় বলিউড অভিনেত্রী, পরে পেলেন অন্তর্বতী জামিন

Advertisement

যুবরাজ সিং এর পর একই কারণে গ্রেপ্তার হলেন বিগ বস ৯ খ্যাত বলিউড অভিনেত্রী যুবিকা চৌধুরি। সোশ্যাল মিডিয়াতে বর্ণবিদ্বেষী মন্তব্য করার কারণে গ্রেফতার হন অভিনেত্রী ৷ যুবিকা নাকি তফশিলি জাতির বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছেন ৷ যা ভিডিওতে তাঁকে বলতে শোনা গিয়েছে। পরে অবশ্য জামিনে ছাড়া পান। জানা গিয়েছে, হরিয়ানা পুলিশের হাতে গত সোমবার গ্রেফতার হয়েছিলেন যুবিকা। দীর্ঘ তিন ঘন্টা ধরে টানা জিজ্ঞাসাবাদ করা হয় অভিনেত্রীকে।

সেই দিনই পঞ্জাব-হরিয়ানা হাইকোর্টের তর থেকে অভিনেতা প্রিন্স নরুলার স্ত্রীকে অন্তবর্তীকালীন জামিন দেওয়া হয়। আর এই খবর নিশ্চিত করেছেন যুবিকার আইনজীবী আশোক বিষ্ণোই। তবে এই মামলা এখনো শেষ হয়নি। এই মামলার পরবর্তী শুনানি আগামী ২৪শে নভেম্বর হবে।

কি করেছিলেন যুবিকা? গত মে মাসে নিজের একটি ভ্লগে তাঁকে কতখানি খারাপ দেখাচ্ছে সেকথা বলতে গিয়ে একটি অশালীন মন্তব্য করে বসেছিলেন অভিনেত্রী। এই দিন নিজের ভ্লগে যে শব্দের উল্লেখ তিনি করেছেন, তা হরিজন সম্প্রদায়ের জন্য শুধু অবমাননাকর তা কিন্তু নয়, সুপ্রিম কোর্টের বিধান অনুযায়ী এটি শাস্তিযোগ্য অপরাধ ও বলে কথা। সোশ্যাল মিডিয়ায় করা এই মন্তব্যের জেরে তিনি প্রকাশ্যে সকলের কাছে ক্ষমাও চেয়েছিলেন অভিনেত্রী। কিন্তু রজত কালসান নামের এক ব্যক্তি হরিয়ানার হাঁসি শহরের পুলিশ থানায় যুবিকার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এসসি, এসটি বিরোধী মন্তব্যের জেরে যুবিকা গ্রেপ্তার হন।

নিজের দোষের পরিপ্রেক্ষিতে অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম আর টুইটারে ক্ষমা চেয়ে যুবিকা লিখেছিলেন, কারুর ভাবাবেগে আঘাত দেওয়ার কোনওরকম ইচ্ছা তাঁর ছিল না। তিনি আরো জানান, ‘ভ্লগে তিনি যে শব্দটা ব্যবহার করেছেন তার অর্থ তিনি জানতেননা। কারুর মনে কষ্ট দেওয়ার কোনও ইচ্ছা বা অভিপ্রায় তাঁর ছিল না। তবুও তিনি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছেন। আশা করছেন,তাঁকে ক্ষমা করে দেবেনেয় , অনেক ভালোবাসা’।

উল্লেখ্য,এই একই অভিযোগে গত সপ্তাহে যুবরাজ সিংকে গ্রেফতার করেছিল হরিয়ানা পুলিশ। তাঁর বিরুদ্ধেও রজত কালসান পুলিশকে অভিযোগ জানান। গত বছর ইনস্টাগ্রামে চ্যাটের সময় অপর এক ক্রিকেটারের বিরুদ্ধে যুবরাজ জাতিগত বৈষম্যমূলক মন্তব্য করেছিলেন বলে অভিযোগ ওঠে। 

Related Articles

Back to top button