Madhumita Sarcar Birthday: সাদা গাউনে রাজকুমারীর সাজে জন্মদিন পালন মধুমিতার! দু’বছর বয়সেই থাকতে চান অভিনেত্রী

বর্তমানে টলিপাড়ার অন্যতম চর্চিত অভিনেত্রীদের মধ্যে অন্যতম হল মধুমিতা সরকার। প্রথমে মডেলিং দিয়ে গ্ল্যামার জগতে পা রাখেন মধুমিতা৷ এরপর ধারাবাহিকে অভিনয় দিয়ে যেমন সকলের মন জয় করেছেন। গত বছর এস…

Avatar

By

বর্তমানে টলিপাড়ার অন্যতম চর্চিত অভিনেত্রীদের মধ্যে অন্যতম হল মধুমিতা সরকার। প্রথমে মডেলিং দিয়ে গ্ল্যামার জগতে পা রাখেন মধুমিতা৷ এরপর ধারাবাহিকে অভিনয় দিয়ে যেমন সকলের মন জয় করেছেন। গত বছর এস ভি এফের প্রযোজনাতে ‘লাভ আজ কাল পরশু’ সিনেমা দিয়ে টলিউডে পা রাখেন অভিনেত্রী। সেখানে বেশ বোল্ড অবতারে ধরা দিয়েছেন তিনি। প্রথম সিনেমাতে বেশ সাফল্য পান। এরপর সকলের মন জয় করলেন সৌরভ দাসের সঙ্গে জুটি বেঁধে ‘চিনি’ দিয়ে। সঙ্গে দেখা গিয়েছিল অপরাজিতা আঢ্যকে। এরপর পরমব্রতের সাথে ট্যাংরা ব্লুজে অভিনয় করেন। প্রথম সিনেমার মতো বাকি ২টি সিনেমাতে অভিনয়ের জন্য সাফল্য পেয়েছেন মধুমিতা।

সিনেমার পাশাপাশি ওয়েব সিরিজেও চুটিয়ে অভিনয় করছেন। বর্তমানে স্বপন কুমারের লেখা একটি ক্রাইম ফিকশনে একটি চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে চলেছেন মধুমিতা। সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা ‘বটতলা’ গল্প অবলম্বনে তৈরি হয়েছে এই ওয়েব সিরিজ। এই নতুন সিরিজটির নাম ‘উত্তরণ’। একটি এমএমএস কিভাবে বদলে দেয় একটি সাধারণ বিবাহিত মেয়ের জীবন। এই গল্পে উঠে আসে সমাজের অন্ধকার দিকের কথা। সেই কাহিনীর চিত্রনাট্যে তুলে ধরবেন মধুমিতার। ইতিমধ্যে এই ওয়েব সিরিজের শ্যুটিং ও শুরু হয়ে গিয়েছে।

আজ টলিউডের এই সুন্দরী অভিনেত্রীর জন্মদিন। মঙ্গলবার ২৭ বছরে পা দিলেন অভিনেত্রী। আর সকাল থেকে টলিউডের অন্যান কলাকুশলী থেকে অনুরাগীদের থেকে ভূরি ভূরি জন্মদিনের শুভেচ্ছা পেয়েছেন। পাশাপাশি নিজের জন্মদইন উপলক্ষে নিজের ইনস্টাগ্রামে ভিডিও ও ছবি পোস্ট করেছেন তিনি। আর সেই পোস্টের নীচে শুভেচ্ছার বন্যাও চলছে!

Madhumita Sarcar Birthday: সাদা গাউনে রাজকুমারীর সাজে জন্মদিন পালন মধুমিতার! দু’বছর বয়সেই থাকতে চান অভিনেত্রী

জন্মদিনের দিন খোলা চুল, মাথায় মুকুট আর সুন্দর সাদা গাউনে সেজে উঠেছেন। এই দিন ঠিক যেন কোনও রাজকুমারী। টলিউডের এই মিষ্টি অভিনেত্রীর জন্মদিন বলে কথা। তাই তো এদিন লাল বেলুন দিয়ে সাজানো হয়েছে ঘর। হাতে ২ লেখা বেলুন নিয়ে ছবির জন্য পোজ দিচ্ছেন। আর এর মাঝেই একজম সাত নিয়ে হাজির। তবে অভিনেত্রী সেই সাত নম্বরকে বারবার হাত দিয়ে ঠেলে সরিয়ে দিচ্ছেন ‘৭’ নম্বর! আসলে তিনি ছোটই থাকতে চান। বড় হতে চাননা এত তাড়াতাড়ি। এই ভিডিও শেয়ার করে মধুমিতা লিখেছেন, ‘এটা প্রতিটা জন্মদিনের গল্প’!

আর একটা ছবিতে দেখা যাচ্ছে এক হাতে নিজের জন্মদিনের কেক, আর আরেক হাতে বেলুন নিয়ে ছবির জন্য পোজ দিয়েছেন তিনি। প্রতিটি ছবিতে মধুমিতাকে ভালোবাসা জানিয়েছেন অনুরাগীরা।

মধুমিতার সামনের দিনগুলো আরো রঙিন আর আনন্দময় হোক, ভারতবার্তা টিমের পক্ষ থেকে এই জুটির নতুন জীবনের জন্য রইল অনেক শুভেচ্ছা।