নিউজপলিটিক্সরাজ্য

NRC এবার বাংলাতে, কি হবে বাংলার মানুষদের? কী জানালো বিজেপি নেতা!

Advertisement

অরূপ মাহাত: গত লোকসভা নির্বাচনে বাংলায় ব্যাপক সাফল্য পেয়েছে বিজেপি। তারপরই তাদের মূল লক্ষ্য হয়ে উঠেছে যেনতেন প্রকারেণ বাংলা দখল। আপাতত ২০২১-এর বিধানসভা ভোটকে পাখির চোখ করেই এগোতে চাইছে তারা। তাই বিধানসভা ভোট যত এগিয়ে আসছে ততই রণংদেহি রূপ ধারণ করছে বঙ্গ বিজেপি। শাসক দলের নেতা মন্ত্রীদের ভাঙিয়ে এনে দলের ওজন বাড়ানোর সাথে সাথে বিভিন্ন ভাবে শাসকদলকে চাপে ফেলার চেষ্টা করছে তারা।

আজই অসমে এনআরসি-র চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে। বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস বরাবর যে এনআরসি নিয়ে বিরোধিতা করে এসেছে সেই এনআরসিকে এবার বাংলায় নিয়ে আসার হুমকি দিলেন বাংলার দায়িত্বপ্রাপ্ত বিজেপি কেন্দ্রীয় কমিটির নেতা কৈলাস বিজয়বর্গীয়। এদিন তিনি বলেন, ‘বাংলায় এনআরসি হবেই। কারণ বাংলা থেকেই গোটা দেশে অবৈধ নাগরিক ছড়িয়ে পড়ছে। তাই বাংলায় এনআরসি হওয়া জরুরি। দেশের বৈধ নাগরিকদের খুঁজে বের করতেই হবে।’ তবে যারা ভারতের নাগরিকত্বের প্রমাণ দিতে পারবেন না তাদের এখনই বিদেশি নাগরিক ঘোষণা করা হবে না আশ্বস্ত করেন তিনি।

Related Articles

Back to top button