মানসিক উদ্বেগ এ ভুগছেন ? এই সমস্যা কমাতে সাহায্য করবে যে খাবারগুলো তা জেনে নিন
ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, দেবপ্রিয়া সরকার : বর্তমানে ব্যস্ততম জীবনে মানসিক উদ্বেগে কমবেশি সকলেই ভুক্তভোগী। বিভিন্ন ধরনের মানসিক চাপ, অস্থিরতা ও মেজাজ এই ধরনের মানসিক উদ্বেগের কারণ। এই সমস্যার জন্য অনেকে অনেক সময় ডাক্তারের পরামর্শ নিয়ে থাকেন। কিন্তু কিছু নিয়মিত সচেতনতা এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে। এমন কিছু খাবার রয়েছে যা মানসিক উদ্বেগ কমাতে সহায়ক। আসুন জেনে নেই কি কি সেই খাবার-
১: দই – দই এর মধ্যে এমন কিছু উপকারী ব্যাকটেরিয়া রয়েছে মানসিক চাপ কমাতে ও মস্তিষ্ককে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
২: হলুদ – হলুদের থাকা কারকিউমিন ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান স্ট্রেস কমায় ও মানসিক উদ্বেগ প্রতিরোধ করতে কার্যকর।
৩: কালো চকলেট – কালো চকোলেট মস্তিষ্কের প্রদাহ নিয়ন্ত্রণে উপকারী। এটি মেজাজ স্বাভাবিক রাখে ও মানসিক চাপ কমাতে সাহায্য করে।
৪: চর্বিযুক্ত মাছ – চর্বিযুক্ত মাছে ওমেগা থ্রি ফ্যাটি এসিড থাকার দরুন এটি মস্তিষ্কের কার্যক্ষমতাকে সুস্থ স্বাভাবিক ও সচল রাখে, যার ফলে মানসিক উদ্বেগ কম হয়।
৫: গ্রিন-টি – শুধুমাত্র সঠিক ডায়েটেই গ্রীন-টি পান করা হয় না। গ্রিন-টি মানসিক উদ্বেগ কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এটি মস্তিষ্ককে শিথিল ও স্বাভাবিক রাখতে সাহায্য করে।