রবিবার আলিপুর আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, বঙ্গবাসী এই হাল্কা শীতের আমেজের মধ্যেই পাবে বৃষ্টির ছোঁয়া। হ্যাঁ ফের আরো এক নিম্নচাপের প্রভাবে, রাজ্যের বেশকিছু জায়গায় রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা। যার জেরে এই ঠান্ডার মধ্যেও বর্ষার আবহাওয়া উপভোগ করবে বাংলার সাধারণ মানুষ।
দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই নতু৷ নিম্নচাপ ক্রমশ অন্ধ্র প্রদেশ ও তামিলনাড়ু উপকূলে এগিয়ে আসছে। যার ফলে রাজ্যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে। এর ফলে ফলে রাতের তাপমাত্রা বাড়বে। আবার মেঘলা আকাশ হবে দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন জেলাগুলিতে। পাশাপাশি পূবালী হাওয়ার প্রভাবে রাজ্যের বেশ কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া ও কলকাতা এবং উত্তরে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে সোম এবং মঙ্গলবার রয়েছে বৃষ্টির সম্ভাবনা।
আজকের দিনে তিলোত্তমার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে আবছা এবং রাতের দিকেও আবছা আকাশ থাকার সম্ভাবনা থাকছে। এবার ধীরে ধীরে লেপ কম্বল বের করার সময় হয়ে যাচ্ছে।
ইতিমধ্যে রাজ্যে প্রবেশ করে গিয়েছে শীতল উত্তুরে হাওয়া। এবার জাঁকিয়ে শীতের জন্য অপেক্ষা করছে গোটা বঙ্গবাসী। তবে ইতিমধ্যেই আলমারি থেকে বাঙালির আলনায় জায়গা করে নিয়েছে শীতের পোশাক। ইতিমধ্যে জমিয়ে শীতের আমেজ উপভোগ করতে শুরু করেছে বঙ্গবাসী। আর এখনই তো একদিকে শীতের চড়ুইভাতি তো আবার পিঠে পুলি খাওয়ার প্রস্তুতি চলছে।