নিউজপলিটিক্সরাজ্য

সরকারি কর্মীদের জন্য বিরাট বড় ঘোষণা করতে চলেছেন মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়!

Advertisement

অরূপ মাহাত: রাজ্য সরকারের কর্মীদের জন্য সুখবর শোনাতে চলেছে মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১৩ সেপ্টেম্বর রাজ্য সরকারি কর্মচারীদের সভায় উপস্থিত থাকবেন মূখ্যমন্ত্রী। সেখানেই ঘোষণা করতে পারেন রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের। এমনটাই ইঙ্গিত দিয়েছেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী।

বিভিন্ন দাবি দাওয়া নিয়ে লাগাতার আন্দোলন গড়ে তোলার চেষ্টা করেছে বিভিন্ন রাজ্য সরকারি কর্মচারী সংগঠনগুলো। বকেয়া ডিএ সহ একাধিক বিষয়ে বারবার অসন্তোষ প্রকাশ করেছে তারা। রাস্তায় নেমে আন্দোলনও করেছে বিভিন্ন সংগঠন। তবে রাজ্য সরকারের পক্ষ থেকে মৌখিক আশ্বাস ছাড়া আর কিছুই পাওয়া যায়নি। এই নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের একটা বড় অংশ যে সরকারের থেকে ভরসা হারিয়েছে তা বোঝা গিয়েছিল গত লোকসভা ভোটে। সরকারি কর্মচারীদের ভোটে প্রায় সব আসনেই পিছিয়ে ছিল রাজ্যের শাসকদল। এবার সেই অসন্তোষ মেটানোর চেষ্টা করতে চাইছে রাজ্য সরকার। আর সেই জন্য বেছে নিয়েছে তৃণমূল প্রভাবিত রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের মঞ্চকে।

আগামী ১৩ সেপ্টেম্বর তৃণমূল প্রভাবিত ওই সংগঠনের মঞ্চে উপস্থিত থেকে সরকারি কর্মচারীদের জন্য সুখবর শোনাবেন মূখ্যমন্ত্রী। এছাড়াও সরকারি কর্মচারীদের বিষয়ে সেদিন রাজ্য সরকারের বেশ কিছু চিন্তাভাবনার কথাও ঘোষণা করবেন তিনি, এমনটাই জানান শুভেন্দু অধিকারী।

Related Articles

Back to top button