জীবনযাপন
আপনি কি জানেন সোমবার মহাদেবের প্রিয় দিন? মহাদেবকে সন্তুষ্ট করতে এই কাজটি করুন
Advertisement
সোমবার, আজ দেবাদিদেব মহাদেব কে তুষ্ট করতে যে ভাবে ব্রত করবেন, বিস্তারিত জেনেনিন…
শিবপুরান শাস্ত্রের মতে যে ব্যক্তি সোমবার দেবাদিদেব মহাদেবের পূজা করেন তার প্রতি মহাদেব তুষ্ট থাকেন। তবে পূজা বিধি পূর্বক করতে হবে।
পূজায় যে সমস্ত সামগ্রিক লাগে সেগুলো অবশ্যই নেবেন, এগুলির মধ্যে আপনাকে বেলপত্র অবশ্যই নিতে হবে, বেলপত্র অর্পণ না করলে বাবা মহাদেবের পুজো অসম্পূর্ণ থাকবে,“শিবপুরাণ” শাস্ত্রের মতে বেলপত্রকে ত্রিদেবের প্রতীক হিসাবে মানা হয়েছে। এই কারণে এই বেলপত্র অবশ্যই নিখুঁত হতে হবে এবং এই পাতা দিনের বেলায় গাছ থেকে তুলতে হবে।
পূজার শেষ অবশ্যই শিব স্তুতি করতে হবে, যথাযথভাবে পূজা করলে অবশ্যই মনোবাসনা পূর্ণ হবে।