স্টুডিওতে গান রেকর্ড করলেন সকলের প্রিয় বাদামকাকু, বাজারে আসছে বাদাম বিক্রেতার নতুন মিউজিক অ্যালবাম
বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় আসক্ত সকলে। ফেসবুক থেকে ইউটিউব কিংবা হোয়াটস অ্যাপ থেকে ইন্সটাগ্রাম রিল কোথাও মানুষের বিনোদনের অভাব হয়না। সকাল থেকে রাত মানুষকে পুরো দমে এন্টারটেইন করতে সোশ্যাল মিডিয়ায় হাজির থাকে কত না কত জিনিস। সোশ্যাল মিডিয়ার যুগে আজকাল কত ছোট ঘটনা এক নিমেষে ভাইরাল হয়। বিশ্বের নানান প্রান্ত থেকে নানান প্রতিভা যেমন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উঠে আসে আমাদের সামনে। তেমনই নানান অবিশ্বাস্যকর খবরও আমরা জানতে পারি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই।
আজকাল ফেসবুক, ইনস্টাগ্রাম ও ট্যুইটারের দৌলতে আমরা অনেক ছোট ঘটনা সামনে আসতে দেখেছি। যারা নিজের প্রতিভা চারপাশের মানুষের কাছে তুলতে পারেননা তারা নিজের ফোনে একটা ভিডিও পোস্ট করে সারা দুনিয়ার কাছে নিজের প্রতিভার জন্য কদর পাচ্ছে। যেমন গত নভেম্বর মাসে বীরভূমের ভুবন বাদ্যকর হঠাৎ করেই কোন এক নেটিজেনের মাধ্যমে গোটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যান। অন্য বিক্রেতাদের মতো নয় বরং নিজের অভিনব পদ্ধতিতে বাদাম বিক্রি করে সকল বঙ্গ বাসীর মধ্যে জনপ্রিয় হয়েছেন তিনি। আজ ভুবন বাদ্যকর হয়ে উঠেছেন সকলের প্রিয় বাদাম কাকু।
তবে এত জনপ্রিয়তার পরেও ভুবন বাবুর অভিযোগ ছিল, এতকিছুর পরেও তিনি শেষ পর্যন্ত কিছুই পেলেন না। বরং, তাঁর গাওয়া গান অন্য লোকজন ব্যবহার করছেন নিজের স্বার্থে। ভুবন বাদ্যকারের জনপ্রিয়তার গল্প মনে করিয়ে দেয় রানাঘাটের লতাকন্ঠী রানু মন্ডলের কথা। তিনিও এমন সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে চলে গিয়েছেন মুম্বাই মহানগরে। তবে তা ছিল সামরিক। তবে বর্তমানে নেটিজেনরা আপাতত মনোনিবেশ করেছেন বীরভূমের এই বাদামবাবুর উপরেই।
শোনা যাচ্ছে, তিনি কোন এক সঙ্গীতশিল্পীর হাত ধরে খুব শীঘ্রই ‘কাঁচা বাদাম’ গানটি নতুনভাবে শোনাতে চলেছেন সকলকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি নতুন ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে, স্টুডিওতে গান রেকর্ডিং করছেন সকলের প্রিয় বীরভূমের বাদামবাবু ভুবন বাদ্যকর। একেবারে বিট সহযোগে নিজের মতো কতে গান গাইছেন তিনি। একেবারে নতুনভাবে তার কাঁচা বাদাম গান সকলের সামনে নিয়ে আসতে চলেছেন, এক তরুণ শিল্পো উত্তম কুমার মন্ডিল। সোশ্যাল মিডিয়ার সঙ্গীতশিল্পীর হাত ধরে। এই দুজনের একসাথে গানের সুরেই নতুনভাবে তৈরি হতে চলেছে কাঁচা বাদাম গানটি। ইতিমধ্যেই এই খবর প্রকাশ্যে আসার পর বাদাম কাকুর অনুগামীরা অধীর আগ্রহে বসে আছেন নতুন গান শোনার জন্য।