ক্রিকেটখেলা

হিউজ আতঙ্ক ভারতীয় ক্রিকেটে, ঘাড়ে বল লেগে হাসপাতালে ভারতীয় ক্রিকেটার!

Advertisement

অরূপ মাহাত: হিউজ আতঙ্ক ফিরে এলো ভারতীয় ক্রিকেটে। দলীপ ট্রফির ম্যাচে ফিল্ডিং করার সময় ঘাড়ে বল লেগে আহত হলেন ভারতের অনুর্ধ ১৯ ক্রিকেটার প্রিয়ম গর্গ। দলীপ ট্রফিতে ইন্ডিয়া গ্রিন দলের হয়ে মাঠে নেমেছিলেন গর্গ। এদিন ঘাড়ে বল লাগায় হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে ভারতীয় ক্রিকেটে। যদিও চোট তেমন গুরুতর নয় বলেই জানা গেছে।

ইতিমধ্যে ভারতীয় যুব দলকে নেতৃত্ব দিতে দেখা গিয়েছে এই ক্রিকেটারকে। আসন্ন বাংলাদেশ সফরে অনুর্ধ ২১ দলকেও নেতৃত্ব দেওয়ার কথা তাঁর। আজ ইন্ডিয়া রেডের সাথে ইন্ডিয়া গ্রিনের খেলায় আঘাত পান প্রিয়ম। ইন্ডিয়া রেড ইনিংসের ১৩৮ তম ওভারে দূর্ঘটনাটি ঘটে৷ রাহুল চাহারের বলে আবেশ খান পাঞ্চ করলে সিলি পয়েন্টে দাঁড়ানো প্রিয়মের হেলমেটের পিছন দিকে সরাসরি বল লাগে৷ হেলমেডের নেক গার্ড ছিটকে যায় বলের আঘাতে৷ গুরুতর আঘাত পেলে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। তবে আশঙ্কার তেমন কিছু নেই বলে জানিয়েছে চিকিৎসকরা। ইন্ডিয়া গ্রিন দল ফাইনালে পৌঁছে যায় এদিন।

Related Articles

Back to top button