তৃতীয় ভারতীয় হিসেবে ২১ বছর পর ‘মিস ইউনিভার্স’এর খেতাব জিতে এসেছেন হারনাজ সান্ধু। চণ্ডীগড়ের মেয়ে তিনি। তার এই ঐতিহাসিক জয় গর্বিত করেছে সকল ভারতবাসীকে। গত সপ্তাহে দেশে ফিরেছেন হারনাজ সান্ধু। চলতি বছরে ইজরায়েলে অনুষ্ঠিত হয়েছিল ‘মিস ইউনিভার্স’ খেতাব জয়ের অনুষ্ঠান। ৭৯ দেশের মধ্যে প্রতিযোগিতা হয়েছিল। সব দেশের সুন্দরীদের হারিয়ে শিরোপা ছিনিয়ে নেয় হারনাজ। বর্তমানে গোটা দেশ মুগ্ধ সান্ধুতে।
গত সপ্তাহে দেশে ফিরেছেন তিনি। দেশে ফিরেই নিজের রুপের জাদুতে তাক লাগিয়েছেন সকলকে। একেবারে দেশি সাজে ফটোশুট করলেন মিস ইউনিভার্স। সাদা লেহেঙ্গায় রীতিমতো নজর কেড়েছেন তিনি। সম্প্রতি নিজের সেই ছবি এই বিশ্বসুন্দরী নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় সকলের সাথে শেয়ার করে নিয়েছেন, যা এই মুহূর্তে ভাইরাল। এই ছবি শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছেন, সবসময় ইতিবাচক থাকাটা জরুরি, আর তার শুরুটা হাসি দিয়েই হয়।
সম্প্রতি শেয়ার করা ছবিতে বিশ্বসুন্দরী ধরা দিয়েছেন ডিজাইনার অভিষেক শর্মার তৈরি করা পোশাকেই। লেহেঙ্গা এবং নেটের ওড়নায় রয়েছে এম্ব্রোয়ডারির কাজ। খোলা চুলে কানে মানানসই দুল। হালকা মেকাপে ঠোঁটে মনকাড়া হাসি ধরে রেখেছেন এবছরের ‘মিস ইউনিভার্স’। সম্প্রতি তার এই রূপ মুগ্ধ করেছে সকলকে।
চণ্ডীগড়ের ‘সেক্টর ১১’ নামের গভর্নমেন্ট কলেজ থেকে পোস্ট গ্রাজুয়েশন করেছেন তিনি। এবছরে ভারতের উজ্জ্বল করেছে চণ্ডীগড়ের এই শিক্ষিত সুন্দরী। ‘মিস ইউনিভার্স’এর খেতাব জয়ের পর তার জীবনে এসেছে আমূল পরিবর্তন। ১৯৯৪ সালে সুস্মিতা সেন, ২০০০ সালে আরা দত্ত তারপর এক দীর্ঘ সময় পর ২০২১-এ দীর্ঘ ২১ বছর পর বিশ্বের দরবারে বিশ্ব সুন্দরী হলেন এই ভারতীয়। বর্তমানে হারনাজ সান্ধু বিশ্বের দরবারে দীর্ঘ সময় পর ভারতকে গর্বিত করেছে।