ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

LPG Cylinder Price: নতুন বছরে রান্নার গ্যাসের সিলিন্ডার ১০০ টাকা সস্তা

Advertisement

নতুন বছরে খুশির খবর দেশের অপামার জনসাধারনের মানুষের কাছে । নতুন বছর থেকে  কমতে চলেছে এলপিজি সিলিন্ডারের মূল্য। মোদী সরকার সর্বসাধারণের কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নিয়েছে। এই মূল্যবৃদ্ধির বাজারে গ্যাস সিলিন্ডারের দাম কমাতে কিছুটা স্বস্তি মধ্যবিত্ত আর নিম্নবিত্তের।

১ জানুয়ারি থেকে  ১৯ কেজির কমার্শিয়াল সিলিন্ডারের দাম ১০২টাকা ৫০ পয়সা কমতে চলেছে । বানিজ্যিক সিলিন্ডারের দাম কম হওয়ার ফলে কিছুটা স্বস্তির নিস্বাস ফেলছেন রেস্তোরাঁ এবং হোটেল মালিকরা । ১৪.২, ১০ এবং ৫ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম একই রয়েছে। কলকাতায় ডোমেস্টিক ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের মূল্য ৯২৬ টাকা।

বাড়ির রান্নার গ্যাসের মূল্য একই রয়েছে বিগত কয়েক মাস ধরে। এই মাসে তাই রয়েছে৷ তবে বিগত ৩ মাস ধরে ভর্তুকিহীন রান্নার গ্যাসের ১৯ কেজির সিলিন্ডারের দাম লাগাতার বেড়ে গিয়েছিল৷ একটি সিলিন্ডারের দাম ২০০০ টাকার বেশি। শহর কলকাতায় বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ২০৭৭ টাকা হয়েছে ৷ সেই দাম কমে ১৯৫১ টাকা ৷ফলে কিছুটা দাম কমাতে মুখে হাসি হোটেল ব্যবসায়ীদের।

Related Articles

Back to top button