ভাইরাল & ভিডিও

Kancha Badam: এবার ভোজপুরি ভাষাতেও হিট ‘কাঁচা বাদাম’, গানের ভিডিও শেয়ার হতেই তুমুল ভাইরাল

Advertisement

গত বছরের শেষের দিকে বীরভূমের বাসিন্দা ভুবন বাদ্যকর নেটদুনিয়ায় ভাইরাল হয়েছিলেন এই গানের মাধ্যমে। তিনি অবশ্য তার ক্রেতাদের আকর্ষণ করার জন্য এই গান গাইতেন। তবে তার সেই ক্রেতাদের মধ্যে কেউ একজন ভুবনবাবুর সেই গান গাওয়ার ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করে দিয়েছিলেন। আর তারপর থেকেই তিনি ভাইরাল হয়েছেন নেটনাগরিকদের মধ্যে। তার এই জনপ্রিয়তা তার ব্যবসায় প্রচুর ক্ষতি করেছে, তা তিনি নিজেই জানিয়েছিলেন। পরে তার দিকে অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।

বর্তমানে তার পরিচিতি সুদূর দক্ষিণ আফ্রিকাতেও। সেখানকার সঙ্গীত পরিচালক দা কিফনেস এই গানের সাথে রিমিক্স বানিয়েছেন। ইতিমধ্যেই তরুণ প্রজন্মের গায়ক-গায়িকাদের সাথে ভুবনবাবু নিজের গান রেকর্ড করেছেন বিভিন্নভাবে। এবার ‘কাঁচা বাদাম’ গান তৈরি হল ভোজপুরি ভাষাতে। সেই গানের মিউজিক ভিডিও শেয়ার হতেই নিমেষে ভাইরাল। ‘কাঁচা বাদাম’ গানের পাশাপাশি ভুবনবাবু নিজেও সোশ্যাল দুনিয়ার একটা ট্রোল কনটেন্ট হয়ে উঠেছেন, তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না।

আবারো ভাইরাল ‘কাঁচা বাদাম’ তবে তা ভোজপুরি ভাষায়। ভোজপুরি অভিনেতা রাকেশ মিশ্রা নতুনভাবে তৈরি করেছেন এই গান। সেই মিউজিক ভিডিও ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ইউটিউবে। এই গানের নাম দিয়েছেন ‘কাঁচা বাদাম লেলা’। এই মিউজিক ভিডিওতে রাকেশ মিশ্রা ছাড়াও দেখা মিলেছে রবি পন্ডিত ও শিল্পী রাগওয়ানির। এই গানটি ভোজপুরি ভাষায় নতুন ভাবে লিখেছে, নরজনীশ চৌধুরী। গানটি গেয়েছেন রাকেশ মিশ্রা ও নেহা রাজ।

এই ভিডিওটি নতুনভাবে ভোজপুরি ভাষায় তৈরি হওয়ার পর থেকেই তা রীতিমতো ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। বেশ জনপ্রিয় হয়েছে গানটি। গানটি শুনে রীতিমতো মানুষজন মজা নিচ্ছেন। উল্লেখ্য, কাঁচা বাদামের এই ভোজপুরি ভাষার মিউজিক ভিডিওটি মজার ছলেই বানানো হয়েছে। এই গান বানানোর পর থেকে আবারও নেটিজেনদের মাঝে ভুবনবাবু চর্চিত হয়েছেন। পুনরায় ট্রোল হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যে।

Related Articles

Back to top button