টেক বার্তা

Recharge Plan: মাসে মাসে আর রিচার্জ নয়, দুর্দান্ত প্ল্যানে পাওয়া যাবে ভরপুর ডেটা এবং ফ্রি কলিং

Advertisement

বর্তমান সময়ে প্রায় সমস্ত টেলিকম সংস্থাগুলোই নিজেদের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে দিয়েছে। তবে অনেক ইউজার আছে ভবিষ্যতে ফোনের রিচার্জের দাম বৃদ্ধি হয় তার আগেই সারা বছরে নিজের মোবাইল রিচার্জ সেরে রাখতে চান। আর বর্তমান প্রজন্মের কাছে মোবাইল ফোন আছে আর ডেটা নেই তা ভাবাই যায়না। তবে মোবাইল ইউজাররা আজকাল দীর্ঘ ভ্যালিডিটির প্ল্যানগুলি খুবক পছন্দ করছেন এবং এটিকে মাথায় রেখে রিল্যায়েন্স জিও, এয়ারটেল, ভোডাফোন-আইডিয়া বিভিন্ন কোম্পানির ইউজারের জন্য ৩৬৫ দিনের একটি দুর্দান্ত প্ল্যানের কথা বলা হয়েছে৷ আর এই প্ল্যানে ৯০০ জিবি’র বেশি ডেটা এবং ফ্রি কলিং আর এসএমএস’র সাথে অনেকগুলি অতিরিক্ত সুবিধাও দেওয়া হচ্ছে।

রিলায়েন্স জিওর ৩৬৫ দিনের ২৯৯৯ টাকার প্ল্যানঃ

জিও এই প্ল্যানটির মেয়াদ রেখেছে ১বছর অর্থাৎ ৩৬৫ দিন। জিও প্রতিদিন এই প্ল্যানের সাথে যুক্ত গ্রাহকদের ২.৫ জিবি অনুযায়ী এই প্ল্যানে মোট ৯১২.৫ জিবি ডেটা দিয়ে থাকবেন৷ আর প্রতিদিন বিনামূল্যে ১০০ টি এসএমএস করতে পারবেন গ্রাহক। পাশাপাশি আপনি সারা দেশে যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং করতে পারবেন। আর প্ল্যানে পাওয়া অতিরিক্ত সুবিধার মধ্যে একটি হল জিও অ্যাপের বিনামূল্যে সাবস্ক্রিপশন।

এয়ারটেলের ৩৬৫ দিনের ২৯৯৯ টাকার প্ল্যানঃ

এই প্ল্যানে কোম্পানি গ্রাহককের জন্য মেয়াদ রেখেছে ৩৬৫ দিনের ভ্যালিডিটি৷ পাশাপাশি গ্রাহক প্রতিদিন ২ জিবি করে ডেটা পাচ্ছে। মানে এই প্ল্যানে গ্রাহক ১ বছরে মোট ৭৩০ জিবি ডেটা ব্যবহার করতে পারবেন । এই প্ল্যানে, আপনি সারা দেশে সমস্ত নেটওয়ার্কের জন্য আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০টি বিনামূল্যে এসএমএস পাবেন। এই এয়ারটেলের এই বার্ষিক প্ল্যানটিতে অ্যামাজন প্রাইম ভিডিয়োর ৩০ দিনের বিনামূল্যের ট্রায়াল সহ সিনেমা আসে।

ভোডাফোন-আইডিয়ার ৩৬৫ দিনের ৩০৯৯ টাকার প্ল্যানঃ

এই প্ল্যানে কোম্পানি রিচার্জের মেয়াদ রেখেছে ৩৬৫ দিন। পাশাপাশি এই প্ল্যানে গ্রাহক প্রতিদিন ১.৫ জিবি ডেটা পাবেন। এই প্ল্যানে গ্রাহক প্রতিদিন ১০০টি বিনামূল্যে এসএমএস সহ আনলিমিটেড কলিংয়ের সুবিধাও পাবেন। এই প্ল্যানের বিশেষ আর্কষণ হল এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা ডিজনি + হটস্টার এর এক বছরের জন্য বিনামূল্যে মোবাইল সাবস্ক্রিপশন পাচ্ছে৷ এই প্ল্যানে পাওয়া অতিরিক্ত সুবিধার মধ্যে রয়েছে বিঞ্জ অল নাইট, উইকেন্ড ডেটা রোলওভার এবং ডেটা ডিলাইটের মতো অফার।

Related Articles

Back to top button