বর্তমানে বলিউডের বিখ্যাত গায়ক গায়িকাদের কথা জিজ্ঞাসা করব প্রথমে নাম আসবে অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল, নেহা কক্কর, প্রমুখু। তবে এদের মধ্যে আরো এক তরুণ গায়ক জায়গা করে নিয়েছে। তিনি আর কেউ নন সকলের প্রিয় জুবিন নটিয়াল৷ এই গায়কের গান বহু সঙ্গীতপ্রেমীর মন জয় করে নিয়েছে। নিজের অসাধারণ কণ্ঠ দিয়ে গোটা ভারতবাসীর মনে পাকাপোক্ত জায়গা করে নিয়েছেন। নিজের সুরেলা কন্ঠ দিয়ে বহু শিল্পীদের টেক্কা দেওয়ার ক্ষমতা রাখেন এই জুবিন। বর্তমানে বলিউডে একের পর এক হিট মিউজিক অ্যালবাম উপহার দিয়েছেন
জুবিন নটিয়াল দেবভূমি উত্তরাখণ্ডের বাসিন্দা৷ গায়ক হওয়ার জন্য অনেক স্বপ্ন নিয়ে মুম্বাই এসেছিলেন। অনেক স্ট্রাগেল করার পর জুবিনের মিষ্টি কন্ঠস্বর এখন এখন গোটা ভারতের কোনায় কোনায় ছড়িয়ে পড়েছে। শুধু ভারত নয় বিদেশেতেও জুবিনের জাদু ছড়িয়ে পড়েছে। সম্প্রতি জুবিনকে ঘিরে করে একটি খব্র ছড়িয়েছে। না উনি কারোর সাথে প্রেম করছেননা৷ তাহলে? উনি নাকি এবার রাজনীতির ময়দানে পা রাখতে পারেন। শোনা যাচ্ছে, বিজেপিতে যোগ দান করতে পারেন এবার জুবিন।
আর সোমবার বিজেপির সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে জুবিনের সাক্ষাৎ নিয়ে এই নতুন জল্পনা নিয়ে কানাঘুঁষা শোনা যাচ্ছে। বিজেপির সাংসদ তথা অভিনেত্রী লকেট নিজের ট্যুইটার অ্যাকাউন্টে দুজনের হাসিমুখে একটি ছবি পোস্ট করে ক্যপশানে লিখেছেন, ‘প্রতিভাবান গায়ক উত্তরাখণ্ডের শান জুবিন নটিয়ালের সঙ্গে দেখা করার সুযোগ হয়েছিল।”
Had the opportunity to meet with the very Versatile Singer, Uttarakhand ki shan Jubin Nautiyal. pic.twitter.com/1nDB0qRZju
— Locket Chatterjee (@me_locket) January 10, 2022
লকেটের সঙ্গে জুবিনের এই ছবি শেয়ার হতেই উত্তরাখণ্ডের রাজনীতিতে জুবিনের বিজেপি যোগের জল্পনা আরো বাড়ছে। যদিও, বিজেপিতে যোগদান নিয়ে গায়ক এবং সাংসদ কোনো কথা বলেননি৷ উল্লেখ্য, এই বছরই উত্তরাখণ্ড সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন হতে চলেছে। আর সেই নির্বাচনের আগে এমন একটি জল্পনাই বেড়ে চললো। তাহলে সঙ্গীতের পাশাপাশি রাজনীতির ময়দানে অভিষেক করতে চলেছেন জুবিন? তবে কয়েকমাস আগে জুবিন গুজরাটে গিয়ে একটা উৎসবে। সেখানেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মায়ের সঙ্গেও সাক্ষাৎ করেছিলেন এই গায়ক। সেদিন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হিরাবেনের সঙ্গে সাক্ষাৎ করার পর জুবিন প্রকাশ্যে বলেছিলেন, ‘এবার বুঝলাম প্রধানমন্ত্রী কেন এত বিনয়ী। তিনি তার মায়ের কাছ থেকে এই সুস্বাদুতা পেয়েছেন।” এই দুই নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা বাড়ছে তা নিঃসন্দেহে বলা যেতে পারে।