Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Ranu Mandol: ‘অরিজিৎ সিং’এর সিং ভেঙে দেব’, বেফাঁস মন্তব্যের জেরে ট্রোল রানু মণ্ডল

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সমাজকর্মী অতীন্দ্র চক্রবর্তীর হাত ধরেই নেটদুনিয়ায় ভাইরাল হয়েছিলেন রানাঘাটের রানু মন্ডল। একসময় তিনি রানাঘাট স্টেশনে গান গেয়ে ভিক্ষা করতেন। তবে রানাঘাট স্টেশন দিয়ে যেসব মানুষ যাতায়াত করতেন…

Avatar

By

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সমাজকর্মী অতীন্দ্র চক্রবর্তীর হাত ধরেই নেটদুনিয়ায় ভাইরাল হয়েছিলেন রানাঘাটের রানু মন্ডল। একসময় তিনি রানাঘাট স্টেশনে গান গেয়ে ভিক্ষা করতেন। তবে রানাঘাট স্টেশন দিয়ে যেসব মানুষ যাতায়াত করতেন তারা সকলেই খেয়াল করেছিলেন রানু মন্ডলকে, কারণ তিনি গানটা নেহাতই মন্দ গাইতেন না। এরপর সোশ্যাল মিডিয়া ও অতীন্দ্র চক্রবর্তীর সূত্র ধরেই পার করেছিলেন বলিউডের গণ্ডি। হিমেশ রেশ্মিয়ার সুরে রেকর্ড করেছিলেন গানও। তবে নিজের সেই জায়গা তিনি ধরে রাখতে পারেননি নিজের দোষেই। একটু জনপ্রিয়তা পাওয়ার পর থেকেই তার মধ্যে অহংকারের জন্ম নেয়। যার জন্য তিনি খারাপ কথা বলেছিলেন অতীন্দ্র চক্রবর্তীকেও। তবে নিজের এই স্বভাবের জন্য রানু মন্ডল আবারো ফিরে এসেছেন নিজের জায়গাতেই।

বর্তমানে সোশ্যাল মিডিয়ায় চোখ পাতলেই রানু মন্ডলকে নিয়ে একাধিক ট্রোলিং ভিডিও দেখা যায়। তিনি নেটিজেনদের কাছে হাসির খোরাক হয়ে উঠেছেন। নিজের বেফাঁস মন্তব্যের জন্য বারবার নেটিজেনদের কাছে ট্রোল হন তিনি। সম্প্রতি সেই ঘটনারই আবারো পুনরাবৃত্তি ঘটল। বলিউড ও টলিউডের অন্যতম জনপ্রিয় প্রথম সারির গায়ক অরিজিৎ সিংয়ের নামে করলেন বেফাঁস মন্তব্য। যার জেরে বেজায় চটেছে গায়কের অনুরাগীরা। পাশাপাশি রানু মন্ডলের এই মন্তব্যের জন্য তিনি কটাক্ষ হয়েছেন নেটিজেনদের একাংশের কাছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সম্প্রতি এক ইউটিউবার রানাঘাটের রানু মণ্ডলের বাড়িতে গিয়েছিলেন তার একেবারে সাধারণ একটি ইন্টারভিউ করার জন্য। কিন্তু সেই ইন্টারভিউতে তিনি যা যা বললেন তা শুনলে অবাক হয়ে যেতে হয়। তাকে যখন ঐ ইউটিউবার জিজ্ঞাসা করে যদি কোনদিন অরিজিৎ সিংয়ের কাছ থেকে গান গাওয়ার ডাক পান তাহলে তিনি কি করবেন? এই প্রশ্নের উত্তরে তিনি জানান, কোন সিংয়ের ডাকেই তিনি সাড়া দেবেন না। অরিজিৎ সিংয়ের সিং ভেঙে দেবেন তিনি। অত বড় গায়কের নাম এমন মন্তব্য করার পর থেকেই আবারও নেটিজেনদের মাঝে কটাক্ষের শিকার হয়েছেন রানু মন্ডল, আর সেটাই স্বাভাবিক। তার এই বেফাঁস মন্তব্যে বেজায় চটেছেন অরিজিত সিংয়ের অনুরাগীরাও।

এখানেই থেমে থাকেননি তিনি। তার কাছে যে সমস্ত ইউটিউবাররা আসেন, তাদের নামেও বলেছেন একাধিক খারাপ খারাপ কথা। তার কথা থেকে এইটুকু স্পষ্ট তিনি একেবারেই পছন্দ করেন না সেই সমস্ত ইউটিউবারদের উপস্থিতি। তার দাবি, তারা যখন তখন তার বাড়িতে চলে আসে তাকে বিরক্ত করার জন্য। এমনকি উল্টো পাল্টা প্রশ্ন করেও তাকে নাজেহাল করেন তারা। সম্প্রতি রানু মন্ডলের এই সমস্ত কথা ভাইরাল হয়েছে একটি ভিডিওর মাধ্যমে।

About Author