পৌষ মাস শেষের পথে। আর কদিন পর ক্যালেন্ডারে মাঘ মাস শুরু হবে। আর মাঘ মাস মানেউ বাঙালীর বিয়ের মরশুম। আর এর মাঝেই বুধবার শহরে ফের কিছুটা কমল হলুদ ধাতুর দাম। বুধবার মাল্টি কমোডিটি ইনডেক্সে ১০ গ্রাম সোনার দাম ০.০৯ শতাংশ কমে গিয়েছে। আর বর্তমানে সোনার দাম গিয়ে দাঁড়িয়েছে ৪৭ হাজার ৬৪৫ টাকা। শুধু সোনা নয় এদিন হলুদ ধাতুর পাশাপাশি দাম কমেছে রুপোরও। বুধবার ০.১১ শতাংশ টাকা কমে এক কিলোগ্রাম রুপোর দাম গিয়ে দাঁড়িয়েছে ৬১ হাজার ৩৫ টাকা।
গত মঙ্গলবার ১০ গ্রাম অর্থাৎ ২৪ ক্যারাট হলুদ ধাতুর দাম ছিল ৪৮ হাজার ৩০০ টাকা। তার থেকে বুধবার কিছুটা দাম কমেছে সোনার তা বলা যেতে পারে।এই হলুদ ধাতু। আন্তর্জাতিক বাজারে এই মুহূর্তে সোনার দাম অনেকটা কম হওয়াতেই এর প্রভাব এদেশেও হল। তবে এর পিছনে করোনার তৃতীয় ওয়েভকে দায়ী করছেন। সকলের মতে, বিশ্বে প্রধান অর্থনীতির দেশগুলিতে কোভিড সংক্রমণ যে ভাবে ছড়িয়ে পড়েছে আর তাতে থমকে যাচ্ছে ব্যবসা-বাণিজ্য। অন্য দিকে, চাহিদাও কমছে বহুমূল্য ধাতুর। আর বহু মূল্য ধাতুর দামের চাহিদা কমার কারণেই দাম কিছুটা হ্রাস পেয়েছে সোনার।
তবে গত ডিসেম্বর থেকে ইদানীং হলুদ ধাতুর দাম কিছুটা কমে গিয়েছে। ডিসেম্বরের শেষের দিকে সোনার দাম অনেকটাই কম ছিল। ৩০ ডিসেম্বর প্রতি ১০ গ্রাম সোনার দাম ছিল ৪৬ হাজার ৬৮৮ টাকা। তার পর বছরের শুরুতে সোনার দাম বেড়েছিল। তবে এই সপ্তাহে ফের এখন দাম কমল। আর এতে মধ্যবিত্তরাও বেশ স্বস্তি পেয়েছেন। সামনেই যে বিয়ের মরশুম আর এতে কিছুটা সোনা কিনতে পারবে। ইতিমধ্যে সোনার দোকানে ভিড় লক্ষ করা যাচ্ছে।