Srijla Guha: দারুন কায়দায় ঘুড়ি উরিয়ে বাজিমাত ‘মিস বৃষ্টিবারি’র, রইলো ভিডিও

বর্তমানে দর্শকদের পছন্দের তালিকায় রয়েছে স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক 'মন ফাগুন'। এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন নবাগত অভিনেত্রী সৃজলা গুহ। বর্তমানে তিনি ইতিমধ্যেই ছোটপর্দার একজন পরিচিত মুখ হয়ে…

Avatar

By

বর্তমানে দর্শকদের পছন্দের তালিকায় রয়েছে স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘মন ফাগুন’। এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন নবাগত অভিনেত্রী সৃজলা গুহ। বর্তমানে তিনি ইতিমধ্যেই ছোটপর্দার একজন পরিচিত মুখ হয়ে উঠেছেন। সৃজলা ছোটপর্দার পরিচিত অভিনেতা শন ব্যানার্জীর বিপরীতে অভিনয় করছেন। এই ধারাবাহিকে তাদের খুনসুটি মাখানো প্রেমের গল্প মনে ধরেছে দর্শকদেরও। একেবারে প্রেম ও পরিবার নিয়ে তৈরি এই ধারাবাহিক দর্শকদের পছন্দের তালিকায় চলে এসেছে। বর্তমানে টিআরপির দৌড়েও এগিয়ে রয়েছে এই ধারাবাহিক।

 

মডেলিং দিয়ে নিজের কেরিয়ার শুরু করেছিল সৃজলা গুহ। উল্লেখ্য, ‘মন ফাগুন’ ধারাবাহিকের হাত ধরেই অভিনয় জগতে প্রবেশ করেছেন অভিনেত্রী। আর ইতিমধ্যেই নিজের অভিনয় দক্ষতা দিয়ে নজর কেড়েছেন দর্শকদের। তার দুষ্টু মিষ্টি হাসি পছন্দ তার অনুরাগীদের। বর্তমানে অভিনেত্রীর অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। সম্প্রতি অভিনেত্রীর একটি রিল ভিডিও ভাইরাল হয়েছে, যা পছন্দ করেছেন তার অনুরাগীরাও।

 

সম্প্রতি যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে অভিনেত্রী সৃজলা গুহকে দেখা গিয়েছে পিহুর সাজেই। সম্ভবত শুটিংয়ের ফাঁকের অবসরে অভিনেত্রী সেখানকার একটি ছাদে ঘুড়ি ওড়াচ্ছিলেন। তার ঘুড়ি ওড়ানোর ধরন দেখেই স্পষ্ট হচ্ছিল তিনি বেশ দক্ষ ঘুড়ি ওড়ানোর ক্ষেত্রে। তবে শুধুমাত্র লাটাই নিয়ন্ত্রণ করতেই দেখা গিয়েছে তাকে। ক্যামেরার লেন্স শুধুমাত্র তার দিকেই তাক করা ছিল ঘুরির দিকে নয়। তবে তার হাবভাব এবং অঙ্গভঙ্গি দেখে এইটুকু স্পষ্ট ছিল তিনি সত্যিই ঘুড়ি ওড়াচ্ছিলেন। সম্ভবত ওয়েদারটা একটু মেঘলা ছিল সেটা ভিডিওটা দেখেই বোঝা যাচ্ছে। এই ভিডিওটা অভিনেত্রীর একটি ফ্যান পেজ থেকে শেয়ার করা হয়েছে। সম্প্রতি এই ভিডিওটা বেশ মনে ধরেছে নেটিজেনদের।