Viral: ভয়াবহ দুর্ঘটনার কবলে ‘বিকানের এক্সপ্রেস’, দেখুন সেই মর্মান্তিক মুহূর্তের দৃশ্য
গতকাল পাটনা থেকে গুয়াহাটিগামী ১৫৩৬৬ আপ বিকানের এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে উল্টে যায়
গতকাল বৃহস্পতিবার উত্তরবঙ্গে ভয়াবহ রেল দুর্ঘটনার খবর শুনে গা শিউরে উঠেছিল গোটা দেশের। পাটনা থেকে গুয়াহাটিগামী ১৫৩৬৬ আপ বিকানের এক্সপ্রেস ময়নাগুড়ির দোমহানি এলাকায় লাইনচ্যুত হয়ে উল্টে যায়। ৪০ কিমি প্রতি ঘন্টার স্পিড থাকলেও দুমড়ে-মুচড়ে যায় ট্রেনের তিনটি কামরা। দুর্ঘটনা ঘটতেই স্থানীয় লোক সেখানে উদ্ধারকার্যে ঝাঁপিয়ে পড়ে। বেশ কিছু মানুষ ঘটনাস্থলে পৌঁছে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার ভিডিও ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন। সোশ্যাল মিডিয়াতে ভিডিওগুলি চোখের পলকে ব্যাপক ভাইরাল হয়ে যায়। আসলে গতকাল বিকেলে গোটা দেশবাসীর নজর ছিল এই ভয়ঙ্কর দুর্ঘটনার দিকে।
বৃহস্পতিবার বিকালের দিকে ট্রেন দুর্ঘটনা ঘটতে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে যায় দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের হাড়হিম করা কিছু ছবি এবং ভিডিও। একটি ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, লাইনচ্যুত হয়ে ট্রেনের একটি বগির উপর আরও একটি স্লিপার বগি উঠে গিয়েছে। এছাড়া আরও দুটি বগি মাটিতে উল্টে পড়েছে। চারিদিকে স্বজন হারানোর কান্না শোনা যাচ্ছে। স্থানীয় মানুষ নিজেদের সাধ্যমত ট্রেনে আটকে থাকা মানুষদের বের হতে সাহায্য করছেন। তবে লাইনচ্যুত কামরাগুলি থেকে রক্তাক্ত অবস্থায় কোনমতে বেরিয়ে আসছেন যাত্রীরা। এই হৃদয়বিদারক ভিডিও চোখের পলকে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়ে যায়।
আসলে ইঞ্জিনের ত্রুটির কারণে ট্রেনটি লাইনচ্যুত হয়ে উল্টে যায়। ফলস্বরূপ দুমড়ে-মুচড়ে যায় ট্রেনের একাধিক কামরা। ইঞ্জিনের পর মোট ১২ টি কামরা ক্ষতিগ্রস্ত হলেও সবচেয়ে বেশি ক্ষতি হয় ৪ টি কামরা। মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৯ জন ও গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ১০ জন। এছাড়াও ২৬ জন আহত হয়েছেন এই দুর্ঘটনায়।
প্রসঙ্গত উল্লেখ্য, আজ শুক্রবার সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি জানিয়েছেন যে ইঞ্জিনে কি ধরনের ত্রুটি ছিল বা তার পিছনে দোষী কে তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। এছাড়া রেল বোর্ডের তরফে মৃত ও আহতদের আর্থিক সাহায্য করা হবে। আহতদের ২৬ জনকে ২৫ হাজার টাকা করে ৬ লাখ ৫০ হাজার টাকা, গুরুতর জখম ১০ জনকে ১ লাখ টাকা করে ১০ লাখ টাকা এবং মৃত ৯ জনের পরিবারকে ৫ লাখ টাকা করে মোট ৪৫ লাখ টাকা আর্থিক সাহায্য করা হবে।