Rachna Banerjee: নাচে পারদর্শী অভিনেত্রী, বন্ধুদের নিয়ে পুস্পার হিট গানে দুর্দান্ত নাচ দিদি নং ১-এর রচনা, তুমুল ভাইরাল ভিডিও

পশ্চিমবঙ্গের দিদিদের প্রথমে একমাত্র ইনস্পিরেশন হলেন দিদি নাম্বার ওয়ান রচনা বন্দ্যোপাধ্যায়। প্রতিদিন বিকেলে বাঙালি বাড়ির মহিলাদের অন্তত একটি শো দেখলেই না, এবং সেটা হলো দিদি নাম্বার ওয়ান। এই রিয়েলিটি শোয়ের…

Avatar

পশ্চিমবঙ্গের দিদিদের প্রথমে একমাত্র ইনস্পিরেশন হলেন দিদি নাম্বার ওয়ান রচনা বন্দ্যোপাধ্যায়। প্রতিদিন বিকেলে বাঙালি বাড়ির মহিলাদের অন্তত একটি শো দেখলেই না, এবং সেটা হলো দিদি নাম্বার ওয়ান। এই রিয়েলিটি শোয়ের মূল টিআরপি হলো এর কনসেপ্ট। বাংলায় এমন যেসব মহিলা আছেন যারা নিজের ক্ষমতায় নিজের জগৎ তৈরি করেছেন, তাদের কাহিনীকে দুনিয়ার সামনে নিয়ে এসে সাধারণ মানুষকে অসাধারণ হিসাবে প্রতিষ্ঠা করার মন্ত্র নিয়েই প্রতি বিকেলে হাজির হন রচনা। এই শোয়ের সঞ্চালিকা হিসাবে তার বেশ নামডাক হয়েছে বাংলার জনতার মাঝে। এখন তিনি শুধু একজন অভিনেত্রী না, এখন তিনি সবার দিদি, গোটা বাংলার দিদি নাম্বার ওয়ান।

তবে সম্প্রতি নিজের বন্ধুসম বাবাকে হারিয়েছেন অভিনেত্রী। নিজের বাবাকে হারিয়ে বেশ কিছুদিন অভিনেত্রী এই জগৎ থেকে দূরে ছিলেন, তবে আবারও সবকিছু গুছিয়ে নিয়েছেন অভিনেত্রী। একদিকে সঞ্চালনা, অন্যদিকে বিভিন্ন ছোটখাটো প্রজেক্ট তার সঙ্গে ছেলের দেখাশোনা, সবকিছু নিয়ে বেশ ভালোই কাটছে রচনার জীবন। তার মধ্যেই আবার তিনি সোশ্যাল মিডিয়া এবং ইনস্টাগ্রামে বেশ অ্যাক্টিভ একজন মানুষ। নিজের জীবনের সব কথা তিনি নিজের সোশ্যাল মিডিয়াতে ফলোয়ারদের উদ্দেশ্যে জানাতে ভালোবাসেন।

সবাইকে নিয়ে থাকতে ভালোবাসেন অভিনেত্রী। স্বামীর সঙ্গে সম্পর্কে চিড় ধরার পরে এখন তার ছেলে এবং তার বন্ধুরাও তার সবথেকে কাছের মানুষ। তাই তাদেরকে নিয়ে বেশ ভালো করেই নিজের জীবন কাটান তিনি। মাঝে মধ্যে তাকে দেখা যায় বন্ধুদের নিয়ে পার্টি করতে, বন্ধুদের নিয়ে কোথাও একটা ট্রিপ করে আসতে। আসলে বন্ধুদের নিয়ে তিনি সবসময় কোথাও না কোথাও যেতেই থাকেন। এর মধ্যেই আবার তাকে দেখা গেলো বন্ধুদের নিয়ে ইনস্টাগ্রাম রিল তৈরি করতে।

সম্প্রতি একটি রিল ভিডিও ভাইরাল হয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি রচনা বন্দ্যোপাধ্যায় তার বন্ধুদের সঙ্গে তেরি ঝলক আশারফি গানে রিল তৈরি করেছেন। এই গানের সঙ্গে মানানসই পা টেনে টেনে নাচ করতেও দেখা গেলো তাদের। পুষ্পা ছবিটি যেমন ব্যাপক জনপ্রিয় তেমনি এই গানটিও খুবই জনপ্রিয় এখন সোশ্যাল মিডিযাতে। সকলেই প্রায় এই সৃভল্লি গানের সঙ্গে ভিডিও বানাচ্চ্ছেন, আর এবারে এই তালিকায় নতুন নাম লেখালেন দিদি নাম্বার ওয়ান রচনা। চলুন দেখে নিই এই ভিডিওটি –