ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

LPG cylinder Price: ৯১ টাকা দাম কমলো রান্নার গ্যাসের, বাজেটের দিনেই সুখবর দিলেন নরেন্দ্র মোদি

বাজেট পেশের সময় রান্নার গ্যাসের দাম ৯১ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার

Advertisement

বহু প্রতীক্ষিত অর্থ বাজেট, আর ঠিক সেই দিনেই একধাপে ৯১.৫০ টাকা দাম কমলো বাণিজ্যিক সিলিন্ডারের। দিল্লিতে আজ থেকে এই বাণিজ্যিক সিলিন্ডারের দাম করা হয়েছে ১৯০৭ টাকা। রেস্তোরাঁ মালিক থেকে শুরু করে চায়ের দোকান সবাই কেন্দ্রের এই সিদ্ধান্তে বেশ খুশি। ১৯ কেজি সিলিন্ডার এরা সকলেই ব্যবহার করেন, তবে সিলিন্ডারের দাম কমায় সবথেকে বেশি খুশি রেস্তোরাঁ মালিকরাই।

বছরের শুরুতেই যদিও এই সিলিন্ডারের দাম কমানো হয়েছিল। ১৯ তিনি সিলিন্ডারের দাম কমানো হয়েছিল প্রথমবার জানুয়ারি মাসে। সেই সময়ে প্রায় ১০২ টাকার আশেপাশে দাম কমানো হয়েছিল এই সিলিন্ডারের। সেই সময় ১৯৯৮ টাকা ৫০ পয়সার দাম করা হয়েছিল বাণিজ্যিক সিলিন্ডারের।

এবারে এই সিলিন্ডারের দাম আরো কমানো হয়েছে। এবারে একসাথে অনেকটাই দাম কমানোর ফলে বাণিজ্যিক সিলিন্ডারের দাম আগের থেকে অনেকটাই কম। এই মুহূর্তে, ভারতে বাণিজ্যিক সিলিন্ডার বিক্রি হচ্ছে প্রায় ১৯০৭ টাকায়, যা আগের থেকে বেশ অনেকটাই কমেছে।

তবে, ১৪ কেজি কিংবা ৫ কেজি ও ১০ কেজির কম্পোজিট সিলিন্ডারের দাম কিন্তু কমানো হয় নি। রান্নার গ্যাসের দাম প্রতিমাসেই মোটামুটি ওঠানামা করলেও এই মাসে তেমন কোনো পরিবর্তন আসেনি রান্নার গ্যাসের দামের। বাজারে পরিস্থিতি অনুযায়ী ওঠানামা করে এই দাম। এবারেও ঠিক একই কারণে মাসের শুরুতে দাম নির্ধারণ হলো সিলিন্ডারের।

Related Articles

Back to top button