আন্তর্জাতিকদেশনিউজ

৩৭০ ধারা বাতিলের পর কী হতে চলেছে কাশ্মীরে?

Advertisement

রাজীব ঘোষ: কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিলের ফলে উপত্যকায় ব‍্যবসা ও অর্থনীতির প্রভূত উন্নতি হতে চলেছে।ইতিমধ্যে জম্মু-কাশ্মীরে বেশ কিছু সংস্থা বিপুল পরিমাণে বিনিয়োগের ইচ্ছা প্রকাশ করেছে।কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ৪৪ টি কোম্পানি জম্মু-কাশ্মীরে বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের ইচ্ছা জানিয়েছে।বিনিয়োগের প্রস্তাব এসেছে পরিকাঠামো, তথ‍্য-প্রযুক্তি, বিদ‍্যুৎ, উৎপাদন, হোটেল, প্রতিরক্ষা, পর্যটন, শিক্ষা সহ অন্যান্য বেশ কিছু ক্ষেত্রে।

তবে কেন্দ্রীয় সরকার ৩৩ টি কোম্পানির প্রস্তাব ইতিমধ্যে গ্রহণ করেছে।এই মূহুর্তে বিনিয়োগের পরিমাণ ১৫ হাজার কোটি টাকা।তবে কিছুদিনের মধ্যেই জম্মু-কাশ্মীরে বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের পরিমাণ ১ লক্ষ কোটি টাকা পর্যন্ত হতে পারে, বলে মনে করছে কেন্দ্রীয় সরকার। ৩৭০ ধারা কাশ্মীর থেকে বাতিল হওয়ার পর ধীরে ধীরে কাশ্মীর স্বাভাবিক হচ্ছে।স্কুল, কলেজ খুলেছে।ব‍্যবসা প্রতিষ্ঠান খুলেছে।জম্মু-কাশ্মীরে ইন্টারনেট পরিষেবা থেকে শুরু করে সমস্ত ধরনের জরুরী পরিষেবা চালু হয়েছে।

ফলে কাশ্মীর ধীরে ধীরে স্বাভাবিকের দিকে এগোচ্ছে।আগামী নভেম্বরে কেন্দ্রীয় সরকার শিল্প সম্মেলন করার পরিকল্পনা করেছে।৩৭০ ধারা বাতিলের পর প্রথম শিল্প সম্মেলন হতে চলেছে।অবশেষে জম্মু-কাশ্মীরে বিপুল পরিমাণে বিনিয়োগের দুয়ার খুলে যাওয়ায় কাশ্মীরের অর্থনৈতিক অবস্থার যথেষ্ট উন্নয়ন হবে।এলাকায় কর্মসংস্থানের সুযোগ তৈরী হবে।কেন্দ্রীয় সরকার মনে করে ৩৭০ ধারা বিলোপের ফলে কাশ্মীরে এই অবস্থা তৈরী হচ্ছে।যা সেখানকার অর্থনীতির পক্ষে ভালো।

Related Articles

Back to top button