Viral: মুরগির জন্য সরকারি বাসে ৩০ টাকা টিকিট নিল কন্ডাক্টর, নিমেষে ভিডিও ভাইরাল
তেলেঙ্গানা স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের একটি বাসে এমন অদ্ভুত ঘটনা ঘটেছে
সাধ্যের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য আমরা প্রায় সকলেই বাস পরিষেবা ব্যবহার করি। প্রত্যেকটি রাজ্যের নিজের নিজের সরকারি বাস পরিষেবা রয়েছে। সম্প্রতি তেলেঙ্গানা রাজ্যের সরকারি বাসে এমন একটি ঘটনা ঘটেছে যা অবাক করে দিয়েছে গোটা নেটদুনিয়াকে। এমন কি হয়েছিল? আসলে তেলেঙ্গানা সরকারের অধীনস্থ তেলেঙ্গানা স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের একটি বাসে এক ব্যক্তি একটি মুরগি নিয়ে যাত্রা করছিল। আর সেই জন্য ওই বাসের কন্ডাক্টর তাঁর থেকে মুরগির জন্য ৩০ টাকার টিকিট নেন।
ঘটনাটির খবর বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ছড়িয়ে গিয়েছে। জানা গিয়েছে, গত মঙ্গলবার তেলেঙ্গানার করিমনগর জেলায় ঘটেছে। ওই ব্যক্তি পেড্ডপল্লি থেকে করিমনগরের দিকে যাচ্ছিলেন। তখনই বাসের কন্ডাক্টর তিরুপতি খেয়াল করেন যে তিনি একটি কাপড় ঢাকা দিয়ে বাসের মধ্যে মুরগি নিয়ে যাচ্ছেন। সঙ্গে সঙ্গে তিনি প্যাসেঞ্জার মহম্মদ আলীর থেকে ৩০ টাকা ভাড়া দাবি করেন। তিনি জানিয়ে দেন যে এটি সরকারি বাসের নিয়ম। যেকোনো জীবন্ত জিনিস পরিবহন করার জন্যই ভাড়া লাগে। প্রথমে অল্পবিস্তর প্রতিবাদ করলেও শেষ পর্যন্ত মহম্মদ আলী মুরগির জন্য ৩০ টাকার টিকিট কেটে নেন।
ঘটনাটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতেই তাতে নজর দেন তেলেঙ্গানা স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন। এই কোম্পানীর ম্যানেজার জানিয়েছেন যে ওই বাস কন্ডাক্টরের ওই যাত্রীর থেকে ভাড়া নেওয়া উচিত হয়নি। নিয়ম অনুযায়ী সরকারি বাসে কোনো পশু পাখি পরিবহন করার নিয়ম নেই। তাই মুরগি দেখেই ওই ব্যক্তিকে বাস থেকে নামিয়ে দিতে হত কন্ডাক্টরকে। ইতিমধ্যেই ওই কন্ডাক্টরকে নিয়ম অমান্য করার কারণ জানতে চেয়ে জবাবদিহি করা হয়েছে।
পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে এখন এই ভিডিও ব্যাপক ভাইরাল। অনেকেই ওই বাসের কন্ডাক্টরকে দোষারোপ করেছে মুরগির জন্য ৩০ টাকা টিকিট নেওয়ার জন্য। তো আবার অনেকে ওই ব্যক্তির দোষ দেখেছে যে সরকারি বাসের নিয়ম অমান্য করে জীবন্ত মুরগি নিয়ে যাতায়াত করছিল। আবার অনেকেই পুরো ঘটনাটিকে বেশ মজার বলে অভিহিত করেছেন। ভিডিওটিতে ইতিমধ্যে প্রচুর লাইক পড়েছে এবং অনেকেই ভিডিওটিকে শেয়ার করেছেন।
A rooster 🐓is a living being. Ticket is a must to travel in RTC bus.#Telangana pic.twitter.com/XEckxd9bXL
— P Pavan (@PavanJourno) February 8, 2022