ভারতবার্তা ডিজিটাল ডেস্ক, সায়ন্তিকা দাস : টিকটকে নিত্যনতুন ভিডিও বানানো এখন সকলের নেশা হয়ে দাঁড়িয়েছে। ফলোয়ার বাড়ানোর কারণে টিকটকে নানা রকম ভিডিও করতে দেখা যায় সকলকেই। কেউ বিভিন্ন রকম গান করে বা কেউ বিভিন্ন রকম নাচের মাধ্যমে ফলোয়ার বাড়াতে চায়। কেউবা আবার ভয়ানক সব স্টান্ট করে নিজেকে ফলোয়ারদের সামনে প্রশংসিত করতে চান। তবে এ পর্যন্ত ঠিকই ছিল।
কিন্তু টিকটকে ভিডিও বানানোর নেশায় গুজরাটের এক ব্যক্তি যা সব কাণ্ড করলেন সে নিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমত ঝড় উঠেছে।
গুজরাটে টিকটকের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে গুজরাটের এক ব্যক্তি টিকটক ভিডিও ভাইরাল করার জন্য নিজের জিপে আগুন লাগিয়ে দিলেন। ঘটনাটি তিনি ঘটিয়েছেন রাজকোট দমকল অফিসের সামনে। ভিডিওটিতে দেখা যাচ্ছে প্রথমে তিনি রাজকোট দমকল অফিসের সামনে তার জিপটিকে দাঁড় করান। তারপর তিনি স্বাভাবিক ভঙ্গিমায় সেই জিপের ভেতর আগুন লাগিয়ে দেন। এবং পরক্ষণেই দাউ দাউ করে জ্বলতে থাকে সেই জিপটি।
এই ঘটনাটি যিনি ঘটিয়েছেন তার নাম ইন্দ্রজিৎ সিংহ জাদেজা। রাজকোট এর রাস্তায় গাড়ি পোড়ানোর অপরাধে পুলিশ তাকে গ্রেফতার করেছেন।
পুলিশের জেরায় তিনি জানান টিকটকের ভিডিও তুলবার নেশাতে তিনি এমন কাণ্ড ঘটিয়েছেন। এবং এতে তাকে সাহায্য করেছে তার এক বন্ধু। যদিও তার এই বন্ধুকে পুলিশ এখনো গ্রেফতার করতে পারেননি। তবে তার খোঁজ চলছে। পুলিশ এই দুই অপরাধীর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা জারি করেছেন।