জীবনযাপনসৌন্দর্য

Stop Hair Fall: যা করলে বন্ধ হবে চুল পড়া, কমবে খুশকিও

Advertisement

চুল পড়ার সমস্যা এখন ঘরে ঘরে। হাত দিলেই উঠে আসছে গোছা গোছা চুল। সেই সমস্যা থেকে বাঁচতে চাইছেন সকলেই। তার জন্য নিজের চুলে প্রয়োগ করছেন একাধিক নানা কেমিক্যাল। তবে বেশিরভাগ ক্ষেত্রেই কাজ হচ্ছে না তাতে। তবে চুল পড়া বন্ধ করতে হট অয়েল ম্যাসেজ অন্যতম অস্ত্র। এতে কমবে মাথার খুশকিও। বিস্তারিত জানুন।

রুক্ষ শুষ্ক চুলে প্রাণ ফেরাতে তেলের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তেল যদি গরম করে লাগানো যায় তাহলে আরো ভালো। খুশকির সমাধানেও তেলের ভূমিকা রয়েছে। তেল যদি গরম করে রোজ মাথা ম্যাসেজ করা যায়, তাহলে কমবে চুল পড়ার সমস্যা। বলা হয়, হট অয়েল ট্রিটমেন্ট যেকোনো চুলের যত্ন নেওয়ার জন্য ভীষণভাবে কার্যকরী।

বাড়িতে থেকেই নিজের চুলের যত্ন নিতে পারবেন নিজেই। সপ্তাহে তিন দিন হট অয়েল ম্যাসেজ করতে হবে। নারকেল তেলের সাথে ক্যাস্টর অয়েল মিশিয়ে গরম করে নিতে হবে। এরপর আলতোভাবে চুলের ডগাতে ভালো করে ম্যাসেজ করে দিতে হবে তেলটি। তেলের পুষ্টি চুলের প্রাণ ফেরাবে। চুলে তেল মেখে সারারাত বেঁধে রাখতে হবে চুলটি। সকালে উঠে শ্যাম্পু করে নিলেই উপকার চোখে পরবে। চুল পড়ার সমস্যার পাশাপাশি কমবে খুশকির সমস্যাও।

Related Articles

Back to top button