বড় খুশির খবর! ধীরে ধীরে সস্তা হল সোনার দাম
আজ রবিবার শহর কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার দামে বেশ পতন হয়েছে
২০২২ সালে সোনা কেনা বেশ লাভজনক প্রমাণিত হয়েছে বিনিয়োগকারীদের জন্য। মহামারীর চিন্তা, রাশিয়া ইউক্রেন দ্বন্দ্ব, মূল্যবৃদ্ধির বাজার সবমিলিয়ে ব্যাপক উত্তেজনা চলছে আন্তর্জাতিক মহলে। সেইসাথে মূল্য ওঠা নামা করছে বাংলার প্রিয় ধাতুর। হ্যাঁ, ঠিকই ধরেছেন সোনার দামের কথা বলা হচ্ছে। কলকাতায় আজ অর্থাৎ রবিবার সোনার দামে পতন এসেছে। রবিবাসরীয় বাজারে কলকাতায় বেশ সস্তা হয়েছে সোনার দাম।
আজ রবিবার শহর কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট সোনার দামে বেশ পতন হয়েছে। আগের থেকে সস্তা হয়েছে সোনার দাম। কলকাতায় ২২ ক্যারেট সোনার ১ গ্রামের দাম হয়েছে ৪৬৩৪ টাকা। আগের তুলনায় দাম কমেছে ১ টাকা। সেই হিসাবে, ৮ গ্রাম ২২ ক্যারেটের সোনার দাম ৩৭ হাজার ৭২ টাকা। গ্রামে ১ টাকা দাম কমানোর হিসাবে ৮ গ্রামে দাম কমেছে ৮ টাকা।
২২ ক্যারেটের সোনার ১০ গ্রামের আজকের দাম কলকাতায় ৪৬ হাজার ৩৪০ টাকা। অন্যদিকে, ১০০ গ্রাম সোনার দাম ৪ লাখ ৬৩ হাজার ৪০০ টাকা। হিসাব অনুযায়ী, সোনার ১০ গ্রাম ও ১০০ গ্রামে যথাক্রমে দাম কমেছে ১০ টাকা ও ১০০ টাকা। ২২ ক্যারেটের পাশাপাশি ২৪ ক্যারেটের সোনাতেও উল্লেখযোগ্যভাবে দাম কমেছে কলকাতা শহরে।
২৪ ক্যারেটের সোনার ১ গ্রামের আজকের দাম ৫০৫৬ টাকা। এই সোনার ১ গ্রামে ১ টাকা কমেছে। হিসাব অনুযায়ী, ৮ গ্রাম, ১০ গ্রাম ও ১০০ গ্রাম ২৪ ক্যারেটের সোনার দাম যথাক্রমে রয়েছে ৪০ হাজার ৪৪৮ টাকা, ৫০ হাজার ৫৬০ টাকা ও ৫ লাখ ৫ হাজার ৬০০ টাকা। আপনি যদি ওই কম দামে সোনা কিনতে চান, তাহলে আর অপেক্ষা কিসের।