ভাইরাল & ভিডিও

কাটাপ্পার মেয়ের সামনে ব্যর্থ সুন্দরীরা, সৌন্দর্যের নিরিখে সবাইকে পেছনে ফেলবে

Advertisement

আমাদের মাঝে দক্ষিণী ছবি এবং তাদের অভিনেতারা বেশ পরিচিত, তা বলাই বাহুল্য। বাহুবলি ছবির সূত্র ধরেই দক্ষিণী অভিনেতা সত্যরাজ এক বিপুল জনপ্রিয়তা পেয়েছেন ভারতের দরবারে। ছবিতে কাটাপ্পার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। আর বলাই যায় এই চরিত্র দর্শক মাঝে তাকে মনে রেখে দেওয়ার অন্যতম কারণ। তবে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় ও স্বনামধন্য অভিনেতা সত্যরাজ। সবমিলিয়ে দেখতে গেলে প্রায় ২০০’টির উপর ছবিতে অভিনয় করেছেন তিনি। উল্লেখ্য, বলিউডের ব্লকবাস্টার হিট ছবি ‘চেন্নাই এক্সপ্রেস’এ শাহরুখ খানের সাথে স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছিল সত্যরাজকে।

জন্মসূত্রে তার নাম রাঙ্গারাজ সুব্বা। তবে পরে অভিনয় জগতে আসার পর নিজের নাম পরিবর্তন করে সত্যরাজ রাখেন তিনি। সত্যরাজ দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় প্রযোজক মাধ্যমপট্টি শিবকুমারের ভাইয়ের মেয়ে মাহেশ্বরীকে বিয়ে করেছিলেন। তাদের মেয়েও নাম দিব্যা। তবে তিনি কোনভাবেই এই ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত নন। ফিল্ম ইন্ডাস্ট্রির উপর তার কোনো আগ্রহ কিংবা আকর্ষন নেই। তিনি পেশায় একজন সমাজসেবী। তার নিজস্ব একটি সংস্থাও রয়েছে।

উল্লেখ্য, সত্যরাজের মেয়ে দিব্যা তিনি পেশাগতভাবে একজন নিউট্রিশনিস্ট। এর পাশাপাশি তিনি একজন সমাজসেবীও বটে। তিনি মাদ্রাস বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট হওয়ার পর ইউএসএ থেকে নিউট্রিশন নিয়ে পড়াশোনা করেছেন। বর্তমানে তিনি নিজেই একটি এনজিও চালান। যেখান থেকে বিনামূল্যে অসহায় পথশিশু ও মহিলাদের খাবার প্রদান করা হয়। বলাই বাহুল্য, অভিনেতার মেয়ে হয়েও তিনি একেবারে অন্য জগতের মানুষ। অসহায় মানুষদের জন্য মন কাঁদে তার।

জানা গেছে, দিব্যা সত্যরাজ অপুষ্ট বাচ্চাদের নিয়ে একটি চিঠিও লিখেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। খুব শীঘ্রই অপুষ্ট বাচ্চাদের নিয়ে একটি ডকুমেন্টরি ফিল্ম তৈরি করতে চলেছেন তিনি। তার কথায়, যেকোনো মানুষের সুস্বাস্থ্য তৈরি হয় সঠিক পুষ্টিগুণ সম্পন্ন খাবর খাওয়ার মাধ্যমে। শুরুর সময় থেকেই নিজের পরিবারের সদস্যদের সমর্থন পেয়েছেন তিনি। তার কাজকে সম্মান করেন তার পরিবারের সদস্যরা। নিজের মেয়ের এই কার্যকলাপ দেখে সত্যিই গর্বিত দক্ষিণী অভিনেতা সত্যরাজ।

Related Articles

Back to top button