বলিউডবিনোদন

বলিউডের ৬ তারকা যারা দত্তক নিয়েছিলেন সন্তান, কেউ তুলেছেন আবর্জনা থেকে আবার কেউ রাস্তা থেকে

অনেকেই সুবিধাবঞ্চিত কোনো শিশুকে জীবনের সুযোগ-সুবিধা দিতে সন্তান দত্তক নেন

Advertisement

কুসংস্কার ভেঙে আজকালকার দিনে অনেকে পুরনো প্রথাকে তোয়াক্কা না করে নিজের ইচ্ছাতে জীবনযাপন করতে পছন্দ করেন। আর এই সামাজিক ট্যাবু ভেঙ্গে স্রোতের বিপরীতে গিয়ে বিভিন্ন কাজ করে দেখানোর সাহস রাখেন অনেক বলিউড তারকারা। একটা সময় এমন ছিল, তখন সন্তান দত্তক নেওয়া মানে বড় বিতর্কের জন্ম নিত। কিন্তু এখন কালের বিবর্তনে এই পরিস্থিতি অনেকটাই পরিবর্তিত হয়েছে। আজকালকার দিনে অনেকেই সুবিধাবঞ্চিত কোনো শিশুকে জীবনের সুযোগ-সুবিধা এবং মমতার সাথে লালন পালন করার জন্য সন্তান দত্তক নিচ্ছেন। অনেক বলিউডের নামজাদা তারকা সন্তান দত্তক নিয়ে সামাজিক ট্যাবু ভেঙেছেন। আজকের এই প্রতিবেদনে দেখে নিন এমন ৬ তারকার সন্তান দত্তক নেওয়ার অনুপ্রেরণামূলক গল্প।

সানী লিওন: বলিউড তারকা সানী লিওনের নাম জানেন না, এমন মানুষের সংখ্যা হয়তো খুবই কম হবে। ক্যারিয়ারের শুরু বিতর্কিত হলেও, এখন লাখ লাখ মানুষের অনুপ্রেরণা এই অভিনেত্রী। তাঁর বোল্ড অবতারের ফ্যান অনেকেই। কিছু বছর আগেই তিনি ড্যানিয়েল ওয়েবারের সাথে বিয়ে করেন এবং এক কন্যাকে দত্তক নেন। তাঁর মেয়ের নাম নিশা কাউর ওয়েবার। ভারতের মহারাষ্ট্র প্রদেশের লাতুর গ্রাম থেকে তিনি ওই ছোট্ট মেয়েটিকে দত্তক নিয়েছিলেন। তাঁর এমন কর্মের জন্য বিভিন্ন জায়গায় প্রশংসা পান তিনি।

সুস্মিতা সেন: মিস ইউনিভার্স হয়েছিলেন বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। কিন্তু তিনি আজও অবিবাহিত। এই অভিনেত্রী দুই কন্যাকে দত্তক নিয়েছিলেন। ২০০০ সালে তিনি প্রথম মেয়েকে দত্তক নেন যার নাম রেনে। এরপর ২০১০ সালে অভিনেত্রী তাঁর দ্বিতীয় মেয়ে আলিশাকে দত্তক নেন। বর্তমানে এককালের মিস ইউনিভার্স নিজের দুই মেয়েকে নিয়ে সুখেই সংসার করছেন।

সেলিম খান: সেলিম খান অর্থাৎ এককথায় সালমান খানের পরিবারকে সকলেই চেনেন। ওই খান পরিবারের চোখের তারা হচ্ছেন অর্পিতা। কিন্তু তিনি সেলিম খানের নিজের কন্যা নয়। মাত্র ২ বছর বয়সে সেলিম খান অর্পিতাকে অনাথ আশ্রম থেকে দত্তক নেন। ২০১৪ সালে অর্পিতা মুম্বাইয়ের এক ব্যবসায়ীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

মিঠুন চক্রবর্তী: মিঠুন চক্রবর্তীর নিজের ছেলে মিমোর পাশাপাশি তাঁর একটি মেয়ে ছিল। সেই মেয়ে দিশানি দত্তক নেওয়া সন্তান। পরে অবশ্য অভিনেতার আরও দুই সন্তানের জন্ম হয়। বর্তমানে দিশানি বলিউডে ডেবিউ করার জন্য অপেক্ষা করছেন।

রাভিনা ট্যান্ডন: মাত্র ২১ বছর বয়সে ১৯৯৫ সালে দুই মেয়ে পূজা ও ছায়াকে দত্তক নেন অভিনেত্রী রাভিনা ট্যান্ডন। পরে ২০০৪ সালে বিয়ে করেন তিনি। তারপর তাঁর আরও ২ সন্তান হয়। অভিনেত্রীর চার সন্তান। তবে নিজের সন্তান কি দত্তক নেওয়া সন্তান সকলেই, তাঁর কাছে সমান।

কুনাল কোহলি: বলিউড ফিল্মনির্মাতা এবং পরিচালক কুনাল কোহলি অনাথ আশ্রম থেকে ৭ মাসের এক কন্যা সন্তানকে দত্তক নেন। স্ত্রী রাভিনার ইচ্ছায় কন্যা সন্তানের নাম দেন রাধা। এখন ওই দম্পত্তির ভালোবাসায় বড় হচ্ছেন রাধা। তাঁদের আর কোনো সন্তান নেই।

Related Articles

Back to top button