চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সঙ্গীতজগতের একাধিক নক্ষত্র পতন ঘটেছে। তাদের মধ্যে বাপ্পি লাহিড়ী অন্যতম নক্ষত্র। সম্প্রতি গায়কের পরিবারের সদস্যরা কলকাতায় এসে গঙ্গায় তার অস্থি বিসর্জন করেছেন। এটা তার শেষ ইচ্ছা ছিল। মাত্র ৭১ বছর বয়সে প্রয়াত হলেন এই কিংবদন্তি গায়ক। ছোট থেকেই সঙ্গীতের পরিবেশেই বড় হয়ে ওঠা তার। বাবা অপরেশ লাহিড়ীর সান্নিধ্যেই বহু নামিদামি ব্যক্তিত্বের সাথে পরিচয় ঘটেছিল তার, অনেক ছোট বয়সেই।
ছোট থেকেই দুর্দান্ত তবলা বাজাতেন তিনি। তবলা বাজানো দিয়েই শুরু করেছিলেন গায়ক। পরবর্তীকালে একজন গায়ক ও সঙ্গীত পরিচালক হিসেবে নামডাক হয় বাপ্পি লাহিড়ীর। একটা সময় ছিল যখন এই গায়ক টলিউডের পাশাপাশি গোটা বলিউড ইন্ডাস্ট্রি কাঁপিয়েছেন। নিজের চেষ্টায় বিশ্বের দরবারে নিজের একটা আলাদা পরিচয় গড়ে তুলেছিলেন তিনি। ইন্ডাস্ট্রির ‘ডিস্কো কিং’ ছিলেন বাপ্পি লাহিড়ী। আজও এমন অনেকেই রয়েছেন যারা গায়ককে এই নামেই চেনেন। তার প্রয়াণের পর গায়কের শেষ যাত্রায় নিঃস্বার্থভাবে হেঁটেছিলেন বহু সাধারণ মানুষ।
বাপ্পি লাহিড়ী প্রয়াত হওয়ার পর থেকেই তাঁর পুরনো একাধিক ভিডিও ও ছবি ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ার পাতায়। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে কিশোর কুমারকে শ্রদ্ধা জ্ঞাপন করার একটি অনুষ্ঠানে একই মঞ্চে টলিউডের অন্যতম জনপ্রিয় প্রথম সারির অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও সকলের প্রিয় ‘ডিস্কো কিং’ বাপ্পি লাহিড়ী জনপ্রিয় গান ‘অমর সঙ্গী’র সুরে কন্ঠ মেলাচ্ছেন। ভিডিওটি যে বেশ পুরনো তা বোঝাই যাচ্ছে।
গায়ক প্রয়াত হওয়ার পর পুনরায় ভিডিওটি নেটমাধ্যমে নেটিজেনদের মাঝে ভাইরাল হয়েছে। ‘অমর সঙ্গী’ গানটি গায়ক ও অভিনেতার পাশাপাশি বাঙালি সিনেমাপ্রেমীদের কাছে ভীষণ পছন্দের একটি গান। সম্প্রতি এই পুরনো ভিডিওটি ভাইরাল হওয়ায় নেটবাসী এই ভিডিওর মাধ্যমে ও এই অমর গানের মধ্যে দিয়ে আবারো স্মরণ করেছেন এই কিংবদন্তী গায়ককে। তিনি চলে গেলেও তার সৃষ্টিগুলো রয়ে যাবে আজীবন।