খেলাক্রিকেট

আইপিএল 2022 এর সূচি প্রকাশ, প্রথম ম্যাচ CSK vs KKR, দেখুন তালিকা

Advertisement

২৬ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএলের মেগা আসর, সেটা আগেই জানিয়েছিল বিসিসিআই। এ বার প্রতিযোগিতার সম্পূর্ণ সূচী প্রকাশ করল ভারতীয় ক্রিকেট বোর্ড। আইপিএলের প্রথম ম্যাচেই মুখোমুখি গত বারের দুই ফাইনালিস্ট। অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংসের মধ্যে ম্যাচ দিয়ে শুরু হবে এ বারের ক্রোড়পতি লিগ। ভারতের সীমাবদ্ধ কয়েকটি স্টেডিয়ামে সম্পূর্ণ টুর্নামেন্ট আয়োজন করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আসন্ন আইপিএলের মেগা আসরে একাধিক নতুন নিয়ম কার্যকরী করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড, সে কথা আগেই জানিয়েছে বিসিসিআই। আইপিএলের শুরুর দিন খন নির্ধারিত থাকলেও পূর্ণাঙ্গ সময়সূচী প্রকাশিত হলো আজ। 

এবারের আইপিএলে গ্রুপ পর্যায়ে প্রত্যেকটি দল ১৪টি করে ম্যাচ খেলবে। দশটি ফ্র্যাঞ্চাইজিকে দুটি ভাগে বিভক্ত করেছে বিসিসিআই। যেখানে একটি দল ঐ গ্রুপে অবস্থিত প্রত্যেকটি দলের বিরুদ্ধে দুটি করে ম্যাচ খেলবে। এছাড়া দ্বিতীয় গ্রুপের প্রথম দলের বিরুদ্ধে দুটি ম্যাচ এবং বাকি দলগুলোর বিরুদ্ধে একটি করে ম্যাচ খেলবে ফ্র্যাঞ্চাইজি গুলো। ২৬শে মার্চ ওয়াংখেড়েতে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স।

গ্রুপ পর্বে হবে মোট ৭০টি খেলা। করোনা পরিস্থিতিতে মুম্বই ও পুণেতেই প্রতিযোগিতা করার কথা জানিয়েছে বোর্ড। যে মাঠগুলিতে খেলা হওয়ার কথা সেগুলি হল মুম্বইয়ের ওয়াংখেড়ে, ব্রেব্রোর্ন ও ডিওয়াই পাটিল এবং পুণের এমসিএ আন্তর্জাতিক স্টেডিয়াম। মুম্বইয়ের ওয়াংখেড়ে, ব্রেব্রোর্ন এবং ডিওয়াই পাটিল স্টেডিয়াম মিলিয়ে মোট ৫৫টি ম্যাচ হবে। পুণের এমসিএ আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে ১৫টি ম্যাচ। করোনার কারণে সীমাবদ্ধ স্টেডিয়ামে ম্যাচ গুলির আয়োজন করতে চলেছে আইপিএল কর্তৃপক্ষ।

একনজরে কলকাতার ম্যাচের সময়সূচি: ২৬শে মার্চ চেন্নাইয়ের বিরুদ্ধে খেলবে কলকাতা। ৩০ মার্চ ডিওয়াই পাটিল স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলবেন শ্রেয়স আইয়ারের দল। ১ এপ্রিল ওয়াংখেড়েতে খেলা পঞ্জাব কিংসের বিরুদ্ধে। ৬ এপ্রিল পুণের এমসিএ স্টেডিয়ামে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামবে কলকাতা। ১০ এপ্রিল ব্রেবোর্ন স্টেডিয়ামে কলকাতার খেলা ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। ১৫ এপ্রিল সেই মাঠেই নাইটদের মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ। ১৮ তারিখ ব্রেবোর্নেই রাজস্থান রয়্যালস বিরুদ্ধে নামবে কেকেআর। 

দেখুন তালিকা:

Related Articles

Back to top button