আরো একটি ইতিহাস গড়ার সুবর্ণ সুযোগ ভারতের সামনে। অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্বে টিম ইন্ডিয়া একের পর এক ম্যাচে দূর্দন্ত জয়লাভ করেছে। প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে ২২২ রান ও এক ইনিংসে হারিয়েছে ভারত। সিরিজের শেষ টেস্ট ম্যাচ তাথা গোলাপি বলের টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল। দিবারাত্রির এই ম্যাচ জিতে সিরিজ দখল করতে চায় টিম ইন্ডিয়া। ইতিমধ্যে চোট কাটিয়ে ভারতীয় দলে প্রত্যাবর্তন করেছেন অক্ষর প্যাটেল। ধারণা করা হচ্ছে সিরিজের শেষ টেস্ট ম্যাচে ভারতীয় একাদশে একাধিক পরিবর্তন করতে পারেন অধিনায়ক রোহিত শর্মা।
প্রথম ম্যাচে রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে নামেন মায়াঙ্ক আগরওয়াল। ব্যাট হাতে খুব একটা সফল না হলেও আগামীকাল রোহিত শর্মার সাথে ওপেনিং করবেন মায়ানক আগারওয়াল। এদিকে, দুর্দান্ত অর্ধশত রানের জন্য তিন নম্বরে হনুমা বিহারির অবতরণ নিশ্চিত বলে মনে হচ্ছে। এছাড়া চার নম্বরে নামা নিশ্চিত বিরাট কোহলির। তিনি গত ম্যাচে ৪৫ রানের ইনিংস খেলেছিলেন। ভারতীয় ভক্তরা তার কাছ থেকে সেঞ্চুরির আশা করছেন। উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেটে গত দুই বছরে কোনো সেঞ্চুরি করতে পারেননি তিনি।
ভারতীয় অধিনায়ক পঞ্চম বিকল্প হিসেবে শ্রেয়াস আইয়ারকে আরেকটি সুযোগ দিতে পারেন। যদিও সিরিজের প্রথম ম্যাচে আইয়ার কোনো রকম পারফরম্যান্স দেখাতে পারেননি শ্রেয়াস আইয়ার। তারকা উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্থের জায়গা নিশ্চিত হয়ে রয়েছে ষষ্ঠ স্থানে। প্রথম ম্যাচে ৯৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন তিনি। ইনজুরি কাটিয়ে গত ম্যাচে বল এবং ব্যাট হাতে রীতিমতো বিধ্বংসী হয়ে উঠেছিলেন রবীন্দ্র জাদেজা। ৯ উইকেট নেওয়ার পাশাপাশি তিনি ১৭৫ রানের ঝড়ো ইনিংসও খেলেছিলেন তিনি।
তাছাড়া ৬১ রানের মূল্যবান ইনিংস এবং ৬ উইকেট দখল করে প্রথম একাদশে রবিচন্দ্রন অশ্বিনের জায়গাও নিশ্চিত মনে হচ্ছে। গোলাপি বলের টেস্ট ম্যাচে সর্বদা পেস বোলারদের রমরমা চলে। তাই দলে প্রত্যাবর্তন করলেও প্রথম একাদশে সুযোগ নাও পেতে পারেন অক্ষর প্যাটেল। এদিকে পেস বোলিং অ্যাটাক সামলাতে চলেছেন ভারতের অভিজ্ঞ ক্রিকেটার মোহাম্মদ সামি এবং জসপ্রীত বুমরাহ। তাদের সঙ্গ দিতে চলেছেন মোহাম্মদ সিরাজ।
গোলাপি টেস্টে ভারতের সম্ভাব্য শক্তিশালী একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), মায়ানক আগারওয়াল, হনুমা বিহারি, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ঋষভ পন্থ (উইকেট-রক্ষক), রবীন্দ্র জাদেজা, রবীচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ সামি, জসপ্রীত বুমরাহ এবং মোহাম্মদ সিরাজ।