খেলাক্রিকেট

রোহিতের অধীনে স্বর্ণযুগ চলছে ভারতীয় ক্রিকেটে, মন্তব্য করেই ক্রিকেটপ্রেমীদের তোপের মুখে মোহাম্মদ কাইফ

Advertisement

সম্প্রতি ভারতীয় ক্রিকেটে একের পর এক বিরাট পরিবর্তন ঘটেছে। অধিনায়কত্ব থেকে বিরাট কোহলি সরে দাঁড়ানোর পর ক্রিকেটের তিন ফরম্যাটেই ভারতীয় দলের নেতা হয়েছেন রোহিত শর্মা। এরপর নাকি ভারতীয় ক্রিকেটের স্বর্ণযুগ চলে এসেছে? এমনটাই মন্তব্য করে বসলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার মোহাম্মদ কাইফ। আর এরপরেই ক্রিকেটপ্রেমীদের তোপের মুখে পড়লেন প্রাক্তন এই ক্রিকেটার। তিনি শ্রীলংকার বিরুদ্ধে ভারতের দুর্দান্ত জয়ের পর টুইটারে লেখেন, ‘কেএল (রাহুল), রোহিত, (হনুমা) বিহারী, কোহলি, (শ্রেয়স) আইয়ার, (ঋষভ) পন্ত, (রবীন্দ্র) জাদেজা, অ্যাশ (রবিচন্দ্রন অশ্বিন), (জসপ্রীত) বুমরাহ, (মহম্মদ) শামি এবং ১১ নম্বরে প্রচুর বিকল্প আছে। আচমকা সবকিছু ঠিকঠাক লাগছে। রোহিত এবং (রাহুল) দ্রাবিড়ের অধীনে বিশ্ব চ্যাম্পিয়ন টেস্ট দল তৈরি হচ্ছে।’

এরপর ক্রিকেটপ্রেমীদের একাধিক প্রশ্নের মুখে জর্জরিত হতে থাকেন ভারতীয় প্রাক্তন ক্রিকেটার। মোহাম্মদ কাইফের টুইটারে একের পর এক প্রতিবাদী টুইট করতে থাকেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। কাইফের টুইটার প্রতিউত্তরে কেউ বলেন,”বিরাট কোহলি এবং রবি শাস্ত্রির আমলে তৈরি করা দল নিয়ে কৃতিত্ব নিজের করে নিচ্ছেন রোহিত শর্মা। শ্রীলংকার বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতে কোনরকম আহামরি কাজ করেননি রোহিত শর্মা। পারলে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারাক।” আবার কেউ বলেন,”বিরাট কোহলি এবং রবি শাস্ত্রির আমলে ভারতীয় ক্রিকেটে হনুমা বিহারি কিংবা অক্ষর প্যাটেলের আবির্ভাব ঘটেছে। তারাই এদের টেস্ট ক্রিকেটের জন্য পুরোপুরি তৈরি করেছে।”

কেউবা লিখেছেন, “বর্তমানের এই চ্যাম্পিয়ন টেস্ট দল তৈরি করেছেন বিরাট কোহলি আর রবি শাস্ত্রী। মোহাম্মদ কাইফ কি ভুলভাল বলছেন আপনি? গত দু-তিন বছর ফর্মে না থাকার সত্বেও চেতেশ্বর পুজারা আর অজিঙ্কা রাহানেকে বয়ে বেড়াতে হয়েছে কোহলিকে। আর এখন রোহিত শর্মার প্রশংসা? বিরাট কোহলির আমলে এই একই দল নিয়ে বিদেশের মাটিতে একের পর এক সিরিজ জিতেছে। সবেমাত্র শ্রীলংকার বিরুদ্ধে সিরিজ জিতে বিরাট কোহলির সাথে রোহিত শর্মার তুলনা করা কতটা যুক্তিসঙ্গত? দেশের মাটিতে নয়, বিদেশের মাটিতে পরীক্ষা হবে রোহিত শর্মা অধিনায়ক হিসেবে কতটা সফল।

Related Articles

Back to top button