আইপিএলের মেগা আসর শুরু হতে বাকি আর মাত্র ৯টি দিন। বর্তমানে প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজি প্রস্তুতির চরম শিখরে রয়েছে। আর এরই মধ্যে হঠাৎ বদলে গেল রাজস্থান রয়্যালসের অধিনায়ক। সঞ্জু স্যামসনের পরিবর্তে রাজস্থানের নতুন নেতা হলেন যুজবেন্দ্র চাহাল। মেগা অকশন থেকে চাহালকে কিনে নিয়েছিল রাজস্থান রয়্যালস। দলে যুক্ত হয়েই কি অধিনায়ক হলেন রাজস্থানের? প্রশ্ন এখন সোশ্যাল মিডিয়া জুড়ে। কি ঘটেছিল আসল ঘটনা?
যুজবেন্দ্র চাহাল ভারতীয় ক্রিকেটারদের মধ্যে অন্যতম হাস্যরসিক প্রিয়। তিনি মজার ছলে বিভিন্ন কর্মকাণ্ড করে থাকেন ক্রিকেটারদের নিয়ে। তাঁর আরও একটি মজার ফলে পাল্টে গেল চিরাচরিত অধিনায়ক। এদিন রাজস্থান রয়্যালসের টুইট অ্যাকাউন্ট থেকে একটি টুইট করা হয়েছিল, যেখানে দেখানো হয়েছে একাধিক খাবারের অর্ডার করছেন যুজবেন্দ্র চাহাল। রসিক প্রিয় যুজবেন্দ্র চাহাল এর প্রতিশোধ নিতে করে বসেন এমন কর্মকাণ্ড, যা ভাবিয়ে তুলেছে ক্রিকেটপ্রেমীদের। তিনি বলেন, আমি অফিশিয়াল একাউন্ট হয়াক করে দেব।
Meet RR new captain @yuzi_chahal 🎉 🎉 pic.twitter.com/ygpXQnK9Cv
— Rajasthan Royals (@rajasthanroyals) March 16, 2022
প্রথমে রাজস্থান রয়্যালসের টুইটার এডমিন বিষয়টি মজার ছলে নিলেও পরবর্তীতে তার চক্ষুচড়কগাছ হয়ে যায়। সত্যিই অকল্পনীয়ভাবে যুজবেন্দ্র চাহাল হয়াক করে ফেলেন রাজস্থানের টুইট অ্যাকাউন্ট। যদিও পরে চাহাল জানান, দলের সিইও জেক লাশ ম্যাকরাম তাঁকে টুইটারের পাসওয়ার্ড দিয়েছেন। আর কী, যেমন কথা তেমনই কাজ। টুইটারের পাসওয়ার্ড হাতে পেয়ে একের পর এক পোস্ট করতে থাকেন চাহাল। যেন হাতে স্বর্গ পেয়েছেন তিনি। তিনি নিজের ছবি দিয়ে নিজেকে রাজস্থান রয়্যালসের নতুন অধিনায়ক ঘোষণা করেন। আবার আরেক টুইটে ব্যাটিংরত নিজের ছবি পোস্ট করে লেখেন পোস্টটি ১০ হাজার রিটুইট হলে তিনি বাটলারের সঙ্গে ওপেন করবেন। এর কিছুক্ষণ পর টুইট অ্যাকাউন্ট থেকে লগ আউট করেন চাহাল। তবে যাওয়ার আগে অ্যাডমিনকে সাবধান করে লেখেন, ‘পরেরবার থেকে যেন আমার সাথে মজা করা না হয়, এবারের মত ক্ষমা করলাম।’