অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ইনিংসে ১৪৮ রানে অলআউট হওয়ার পর ম্যাচ হাতছাড়া হয়েছিল পাকিস্তানের। তবে সেই ম্যাচে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটান পাকিস্তানি অধিনায়ক বাবর আজম। ব্যাট হাতে দলের প্রয়োজনে ১৯৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। প্রায় দুই দিন ধরে ব্যাটিং করে ম্যাচ ড্র করেন অধিনায়ক নিজেই।
টি-টোয়েন্টি হোক কিংবা টেস্ট, সর্বক্ষেত্রে সম দক্ষতার পরিচয় দিয়েছেন পাকিস্তানি অধিনায়ক বাবর আজম। এদিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলতে নেমে গুরুত্বপূর্ণ ইনিংস খেলে নিজের অস্তিত্ব আরো একবার প্রমাণ করেছেন পাক অধিনায়ক। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ ড্র এবং নিজের শত রান করে প্রশংসা কুড়িয়েছেন বাবর আজম। মাত্র ৪ রানের ব্যবধানে ব্যক্তিগত ডাবল সেঞ্চুরি মিস করেন তিনি।
করাচির জাতীয় স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে পাকিস্তান অধিনায়ক বাবর আজম ১৯৬ রানের ধ্বংসাত্মক মূলক ইনিংস খেলেন। মাত্র চার রানের জন্য ডাবল সেঞ্চুরি করতে পারেননি বাবর। অস্ট্রেলিয়ার দেওয়া ৫০৬ রানের টার্গেট তাড়া করতে নেমে পাকিস্তান প্রথম ইনিংসে মাত্র ১৪৮ রান করে। তবে বুধবার নিজেদের দ্বিতীয় ইনিংসে পঞ্চম ও শেষ দিনের শেষ সেশনে ৪ উইকেটে ৩৫০ রান করে পাকিস্তান। প্রায় দুই দিন ধরে ব্যাটিং করে পাকিস্তানকে ম্যাচ ড্র করতে সাহায্য করেন বাবর আজম। এর মধ্য দিয়ে চতুর্থ ইনিংসে অধিনায়ক হিসেবে বিশ্ব রেকর্ড গড়লেন বাবর। অধিনায়ক হিসেবে বিরাট কোহলি ও রিকি পন্টিংয়ের মতো কিংবদন্তিদের পিছনে ফেলেছেন তিনি। বাবর এখন বিশ্বের প্রথম অধিনায়ক যিনি টেস্ট ম্যাচের চতুর্থ ইনিংসে সর্বোচ্চ স্কোর করেছেন।
আপনাদের জানিয়ে রাখি, টেস্ট ক্রিকেটের ইতিহাসে অধিনায়ক হিসেবে ম্যাচের চতুর্থ দিনে এত রান করার রেকর্ড নেই কোন ক্রিকেটারের। এর আগে, অধিনায়ক হিসেবে টেস্ট ম্যাচের চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ডটি ছিল ইংল্যান্ডের মাইকেল আর্থটনের নামে। যিনি ১৯৯৫ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অপরাজিত ১৮৫ রান করেছিলেন। এই তালিকায় অস্ট্রেলিয়ান সর্বকালের সেরা অধিনায়ক রিকি পন্টিং কিংবা বিরাট কোহলিও অবস্থান অনেক নিচে রয়েছে।