এই মুহূর্তে মিডিয়াতে ‘দ্যা কাশ্মীর ফাইলস’ অন্যতম বিতর্কিত ছবি। নব্বইয়ের দশকে জম্মু-কাশ্মীর থেকে কয়েকশো পণ্ডিতকে ঘরছাড়া করা হয়েছিল। আর সেই গল্পই এই ছবির মাধ্যমে তুলে ধরেছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। এই ছবির পরিচালক হিসেবে বিবেক অগ্নিহোত্রী এখন তুমুল চর্চিত। তবে কয়েকবছর আগে এই পরিচালকের বিরুদ্ধেই অভিযোগ এনেছিলেন বাঙালি অভিনেত্রী তনুশ্রী দত্ত।
২০১৮’তে ২০০৫ সালের একটি ঘটনার কথা জানিয়েছিলেন অভিনেত্রী। বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘চকোলেট: ডিপ ডার্ক সিক্রেটস’ ছবির শুটিংয়ের সময় ২০০৫’এই ঘটনাটি ঘটেছিল, তা অভিনেত্রীর কথা থেকেই জানা গিয়েছে। তিনি জানান, নিজের শট শেষ করে অভিনেত্রী একটি টাওয়াল জড়িত দাঁড়িয়ে ছিলেন ক্যামেরার পিছন দিকে। সেইসময় ইরফান খানের ক্লোজআপ শট নেওয়া হচ্ছিল। আর তখনই হঠাৎ করেই পরিচালক এসে অভিনেত্রীকে বলেছিলেন, কাপড় খুলে ইরফান খানের সামনে গিয়ে নাচতে, তাতে তার অভিনয় করতে সুবিধা হবে। পরিচালকের এই কথা শুনে রীতিমত অবাক হয়ে গিয়েছিলেন অভিনেত্রী নিজেই।
এরপরে পরিচালকের কথা শুনে ইরফান খান জানিয়েছিলেন, কারোর সাহায্যের প্রয়োজন হবে না। তিনি একজন অভিনেতা, সাহায্য ছাড়াই নিজের অভিব্যক্তি ফুটিয়ে তুলতে পারবেন। এরপর সুনীল শেট্টিও জানিয়েছিলেন, অভিনেত্রীকে কোনরকম সাহায্য করতে হবে না। প্রয়োজন হলে তিনি ইরফান খানকে সাহায্য করে দেবেন। শেষে অভিনেত্রী জানিয়েছিলেন, ইরফান খান ও সুনীল শেট্টির মতো অভিনেতাদের জন্যই বলিউডের উপর থেকে তিনি পুরোপুরি বিশ্বাস হারাননি।
উল্লেখ্য, অভিনেত্রী প্রকাশ্যে পরিচালকের বিরুদ্ধে এই অভিযোগ তুললেও, তিনি তা স্বীকার করেননি। এমনকি তিনি এও জানিয়েছিলেন, অভিনেত্রী যা বলছেন সবটাই মিথ্যে এবং ভিত্তিহীন। ‘দ্যা কাশ্মীর ফাইলস’ ছবির মাধ্যমে সাধারণের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছেন পরিচালক। তবে এর আগে সেভাবে পরিচিতি ছিল না তার।
এই মুহূর্তে বড়পর্দা থেকে অনেকটাই দূরে তনুশ্রী দত্ত। পুরনো এক সাক্ষাৎকারে নিজের অভিনয় জীবন নিয়ে তাকে খোলামেলা কথা বলতে শোনা গিয়েছিল। পছন্দের চরিত্র না পাওয়াই তার অভিনয় থেকে সরে আসার মূল কারণ। তবে তিনি এও জানিয়েছিলেন, ভবিষ্যতে যদি নিজের মনের মত কোন চরিত্র পান তাহলে নিশ্চয়ই আবারও অভিনয়ে ফিরবেন তিনি।