অরূপ মাহাত: কিছুক্ষণের মধ্যেই চাঁদের মাটিতে অবতরণ করতে চলেছে ভারতের চন্দ্রযান-২। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাতে ইসরোর প্রধান কার্যালয়ে রাত কাটাবেন। সব কিছু ঠিক থাকলে রাত দেড়টা থেকে আড়াইটার মধ্যে চাঁদের দক্ষিণ মেরুতে নামবে বিক্রম। আগামীকাল ভোর সাড়ে ৫টার দিকে ল্যান্ডার থেকে বেরিয়ে পড়বে রোভার ‘প্রজ্ঞান’। এরপরই চাঁদের মাটিতে ঘুরে ঘুরে তথ্য যোগাড়ের কাজ শুরু করবে এই রোভারটি।
প্রসঙ্গত, ২২ জুলাই শ্রীহরিকোটা থেকে চন্দ্রযান-২ উৎক্ষেপণ করে ইসরো। দেড় মাসের পার্থক্যে চাঁদের মাটিতে চন্দ্রযান-২ এর অবতরণের মাধ্যমে ইতিহাস গড়ার পথে ইসরো৷ এই ঘটনা ঘটার ঐতিহাসিক মুহূর্তে বেশ কিছু স্কুল পড়ুয়া ছেলেমেয়েদের সাথে নিয়ে ইসরোর প্রধান কার্যালয়ে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী।
চতুর্থ দেশ হিসেবে চাঁদের মাটিতে পা দেওয়ার ইতিহাস গড়বে ভারত৷ এর আগে চাঁদের মাটিতে পা দেওয়ার নজির রয়েছে রাশিয়া, আমেরিকা ও চিনের৷ ভারতও সেই তালিকায় যুক্ত হতে চলেছে এবার৷ চন্দ্রযান-২ এর সাফল্য কামনায় প্রধানমন্ত্রীর সাথেই রাত জাগছে গোটা দেশ।