ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

LIC-র এই পলিসিতে প্রতি মাসে ১২ হাজার টাকা পেনশন, টাকা জমা দিতে হবে একবার

আপনাকে মাত্র একবার জমা করতে হবে আপনার প্রিমিয়াম অ্যামাউন্ট

Advertisement

লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন এর ব্যাপারে আপনারা সকলেই জানেন। যখন আপনার জীবন বিপন্ন হয় এবং আপনার টাকার দরকার পড়ে সেই সময় আপনাকে সাহায্য করতে এগিয়ে আসে এই সংস্থা। সরকারি এই সংস্থা নানান ধরনের জীবন বীমা অফার করে যা সাধারণ নাগরিকদের একাধিক সুবিধা দিয়ে থাকে। তবে, শুধুমাত্র কি হাসপাতালের বিল মেটানোর জন্য জীবন বীমা দরকার পড়ে? সেরকমটা নয়। আপনি যদি সরকারি চাকরি নাও করেন, তাহলেও কিন্তু আপনি এলআইসির একটি বিশেষ জীবন বীমা গ্রহণ করে রিটায়ারমেন্টের পর প্রতি মাসে একটা নির্দিষ্ট টাকা পেনশন পেতে পারেন। তবে এজন্য আপনাকে সময় থাকতে প্ল্যানিং করতে হবে এবং আপনাকে সঠিকভাবে ইনভেস্টমেন্ট করতে হবে। চলুন জেনে নেওয়া যাক এই বিশেষ জীবন বীমার ব্যাপারে বিস্তারে।

দেশের সবথেকে বড় ইন্স্যুরেন্স কোম্পানি লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া মানুষজনের প্রয়োজনকে সামনে রেখে এমন কিছু প্ল্যান নিয়ে এসেছে যা আপনার রিটারমেন্ট সময় আপনাকে সাহায্য করবে। এর মধ্যে একটি হলো সরল পেনশন প্ল্যান। এলআইসি কর্পোরেশনের তরফ থেকে সম্প্রতি এই প্ল্যান চালু করা হয়েছে এবং ভারতের সমস্ত বয়স্ক মানুষদের জন্য এই প্রকল্প অত্যন্ত লাভকারী হতে চলেছে। আপনি যদি সম্প্রতি নিজের কাছ থেকে অবসর গ্রহণ করে থাকেন তাহলে আপনি হয়তো এখন আপনার প্রভিনেন্ট ফান্ড এবং গ্র্যাচুয়িটি থেকে টাকা পাচ্ছেন। যদি সেই টাকা আপনি এলআইসির এই প্রকল্পে নিবেশ করেন, তাহলে আপনি আরো ভালো টাকার মুখ দেখতে পারবেন।

এজন্য আপনাকে একটি অ্যানিউটি ক্রয় করতে হবে। এলআইসি ক্যালকুলেটরের হিসাব থেকে জানা যায়, আপনি যদি ৩০ লক্ষ টাকার অ্যানিউটি ক্রয় করেন তাহলে আপনি প্রত্যেক মাসে ১২,৩৮৮ টাকা পেনশন পেয়ে যাবেন। এটি একটি ইমিডিয়েট অ্যানিউটি প্রকল্প এবং এই প্রকল্পে অ্যানিউটি ক্রয় করতে হলে ব্যক্তির বয়স ন্যূনতম ৪০ বছর হতে হবে। এই প্রকল্পের সর্বাধিক বয়স সীমা ৮০ বছর।

আপনি যদি সব থেকে কম বার্ষিক ১২,০০০ টাকার অ্যানিউটি ক্রয় করেন, তাহলে আপনাকে সে হিসেবে নিবেশ করতে হবে। তবে আপনাকে জানিয়ে রাখি, নিবেশ করার কোন উর্ধ্বসীমা নেই। আপনি আপনার পছন্দমত টাকা এই প্রকল্পে নিবেশ করতে পারেন। আপনি যদি বছরে একবার প্রিমিয়াম দিয়ে দেন, তাহলে আপনি বার্ষিক, ষান্মাসিক, ত্রৈমাসিক, অথবা মাসিক কিস্তিতে পেনশন গ্রহণ করতে পারেন। এলআইসি সরল পেনশন প্ল্যান এর মাধ্যমে আপনি লোন গ্রহণ করতে পারেন। এই পেনশন প্লান ক্রয় করার ৬ মাসের মধ্যে আপনি লোন গ্রহণ করতে পারবেন। অন্যদিকে যদি আপনি জয়েন্ট লাইফ অ্যানিউটি পলিসি গ্রহণ করেন তাহলে, আপনার মৃত্যুর পর আপনার স্বামী অথবা স্ত্রী এই লোনের সুবিধা পেয়ে যাবেন।

Related Articles

Back to top button