অরূপ মাহাত: চন্দ্রযান-২ এর অবতরণের সাক্ষী হতে ইসরোর সদর দপ্তরে রাত কাটালেন মোদি। কিন্তু চন্দ্রযানের অবতরণ সফল হলো না। ভেঙে পড়লেন বিজ্ঞানীরা। সামাল দিতে আসরে নামলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইসরোর দপ্তর থেকে জাতির উদ্দেশ্যে বার্তা পাঠালেন তিনি। তিনি এদিন বলেন, ‘নতুন ভোর আসবেই। ব্যর্থতা বলে কিছু হয় না। শুধু চেষ্টা আর পরীক্ষা।’ বিজ্ঞানীদের প্রচেষ্টাকে মান্যতা দিতে তিনি আরও বলেন, ‘আমি গর্বের সঙ্গে বলতে পারি, অভিযানের জন্য সার্বিক চেষ্টা করা হয়েছে। গোটা টিম নিষ্ঠার সঙ্গে কাজ করে অনেক দূর এগিয়েছে। আজ আমাদের এই শিক্ষা আগামিদিনে আরও শক্ত ও আরও ভালো হতে সাহায্য করবে।’
একই সাথে প্রধানমন্ত্রী আমাদের গর্বের ইতিহাস স্মরণ করতেও ভোলেননি। দেশের অতীতকে মনে করিয়ে তিনি বলেন, ‘আমাদের ইতিহাস বলে, অনেক ক্ষেত্রে আমাদের গতি ধীরে হয়ে গিয়েছে।কিন্তু আমরা কখনও মুখ থুবড়ে পড়িনি। আবার ঘুরে দাঁড়িয়েছি। তাই আজ আমাদের সমাজ দাঁড়িয়ে আছে।’ চন্দ্রযানের অবতরণ ব্যর্থ হলেও গোটা দেশ যে আমাদের বিজ্ঞানীদের পাশেই রয়েছে সে কথা স্মরণ করিয়ে দেন তিনি। তিনি বলেন, ‘গত কয়েক ঘণ্টা ধরে উদ্বেগে কাটিয়েছে দেশবাসী। সবাই আমাদের বিজ্ঞানীদের প্রতি সমব্যাথী। আজ চাঁদে পৌঁছনোর জেদ আমাদের আরও দৃঢ় হল।’