Viral: ‘কমলা’র সাথে দুর্দান্ত নাচ বিশাখার, শেয়ার হতেই ভাইরাল ভিডিও

Advertisement

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে! তাহলে তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।

কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি বিশাখা নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন লাখো মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যে। তার নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।

সম্প্রতি বিশাখাকে জনপ্রিয় গান ‘কমলা’র সাথে নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে। মানুষের মধ্যে এই গানের একটা আলাদাই জনপ্রিয়তা রয়েছে। এই গানটি গাইতে শোনা গিয়েছিল শান ও আকৃতি কক্করকে। এছাড়াও সারেগামাপার বিজেতা অঙ্কিতা ভট্টাচার্যের কন্ঠেও এই গান বেশ জনপ্রিয় হয়েছিল। সম্প্রতি অঙ্কিতার সেই গানের সাথেই নেচেছেন বিশাখা। এখনো সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিং তালিকায় রয়েছে এই গানটি।

এই ভিডিওতে নৃত্য পরিবেশনের সময় বিভিন্ন সাজে দেখা মিলেছে বিশাখার। ভিডিওতে গানের প্রতিটা অংশ আলাদা আলাদাভাবে পরিবেশন করেছেন তিনি। কখনো খোলা আকাশের নীচে খেতের মাঝে, আবার কখনো পোড়ো বাড়িতে ভিন্ন পোশাকে নাচতে দেখা গিয়েছে তাকে। তবে একেবারে ট্রাডিশনাল লুকে ছিলেন তিনি, তা ভিডিওটি দেখলেই স্পষ্ট হবে। বর্তমানে বিশাখার এই ভিডিওটির ভিউজ আড়াই লাখের কাছাকাছি। প্রায় পাঁচ মাস আগে নিজের ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি শেয়ার করেছিলেন তিনি। ইতিমধ্যেই নিজের এই চ্যানেল থেকে মোট ৩৪’টা ভিডিও শেয়ার করেছেন বিশাখা। নেটমাধ্যমে তার অনুরাগীর সংখ্যা নেহাতই কম নয়। তার নাচ দেখে রীতিমতো প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন তারা, তা ভিডিওটির কমেন্টবক্স দেখলেই স্পষ্ট হবে।

Related Articles

Back to top button