ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : ভালোবাসার জন্য মানুষ কত কাজই না করে। একেবারে রোম্যান্টিক নয় এমন মানুষও হয়ে ওঠে রোম্যান্টিক। আবার অনেকে ভালোবাসার ঝোঁকের মাথায় করে ফেলেন অনেক ভুল কাজ, যেটা পরে বুঝতে পারেন আসলে এটা বিরাট ভুল ছাড়া আর কিছুই নয়। জেনে নিন এমন কিছু ভুল যেগুলো করলে পরে অবশ্যই পস্তাতে হবে আপনাকে-
১. ভালোবাসার জন্য বিয়ের আগে শারীরিক সম্পর্কে জড়ানো উচিত নয়। এধরণের সম্পর্কে জড়িয়ে গেলে আপনি নিজেকে মানসিক ভাবে ক্ষমা করতে পারবেন না। সেই সঙ্গে নানান অনাকাঙ্খিত সমস্যার কারণে সামাজিকভাবে হেয় হতে পারেন আপনি।
২. ভালোবাসার জন্য নিজেকে বদলে ফেলা একদমই উচিত নয়। আপনার প্রিয় মানুষটি যদি সত্যিই আপনাকে ভালোবেসে থাকেন তাহলে আপনি যেমন, সেভাবেই গ্রহণ করে নেবে আপনাকে। নিজেকে বদলে ফেললে মানসিক ভাবে সুখী হতে পারবেন না আপনি। একই ভাবে ভালোবাসার জন্যে নিজের শখ বা গুণ কখনোই বিসর্জন দেবেন না।
৩. ভালোবাসার মানুষটিকে বিশ্বাস করুন ঠিক আছে, কিন্তু অন্ধবিশ্বাস করে নিজের এবং পরিবারের সমস্ত তথ্য জানিয়ে দেওয়া মোটেই উচিত নয়।
৪. প্রেমিক বা প্রেমিকাকে সময় দিতে গিয়ে অনেকেই নিজের বন্ধুদের ভুলে যায়। কিন্তু মনে রাখবেন আপনার খারাপ, ভালো সময়ে কিন্তু আপনার বন্ধুরাই পাশে থাকবে। তাই এই ভুলটা খবরদার করবেন না।
৫. অনেকেই প্রেমিক/প্রেমিকার পক্ষ নিয়ে পরিবারের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে সম্পর্ক নষ্ট করে। ভালোবাসার সম্পর্কের জন্য পরিবারের সাথে বিরোধিতা করে সম্পর্ক নষ্ট করা একেবারেই উচিত নয়। কারণ কোনো সমস্যায় পরিবারই সবার আগে পাশে দাঁড়াবে। বরং পরিবারকে বুঝিয়ে বলুন, প্রয়োজনে তাদের মতামতও নিন।
৬. প্রেমের পেছনে ছুটে নিজের অর্থ শেষ করা একেবারেই উচিত নয়। খরচ করুন কিন্তু সেটা পরিমিত খরচ। বিপদের সময় আর্থিক সাহায্য পাওয়া যায়না কারও কাছ থেকেই। তাই এই বিষয়ে নিজেকেই সচেতন হতে হবে।
৭. প্রেমে কষ্ট পেয়ে কিংবা ভালোবাসার মানুষটির মনোযোগ পাওয়ার জন্য অনেকেই নিজেকে কষ্ট দেয় কিংবা আঘাত করে। অনেক সময় ভালোবাসার জন্য আত্মঘাতীও হয়ে ওঠে মানুষ যা একেবারেই উচিত নয়।