অরূপ মাহাত: ভারতে সন্ত্রাস সৃষ্টিতে বরাবরই পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ ওঠে। কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর পাকিস্তানের মাটিকে ব্যবহার করে ভারতে জঙ্গি হামলার হুমকি দিয়ে এসেছে বেশ কিছু সন্ত্রাসবাদী সংগঠন। তখন থেকেই তারা চেষ্টা করে এসেছে ভারতে হানা দেওয়ার। তাদের চেষ্টা বারবার ব্যাহত হয়েছে ভারতীয় সেনাবাহিনীর তৎপরতায়। অন্যদিকে পাকিস্তানও বারবার বদলা নেওয়ার হুমকি দিয়ে এসেছে।
এই পরিপ্রেক্ষিতে আজ, শনিবার ভারতের জম্মু ও কাশ্মীরের সোপোরার দাঙ্গেরপোরা এলাকায় জঙ্গি হামলার পর চাপানউতোর শুরু হয় দুই দেশের মধ্যে। পাকিস্তানের সীমান্ত পেরিয়ে একদল জঙ্গি ভারতে প্রবেশ করে হামলা চালায় এই এলাকায়। ঘটনায় বেশ কয়েক জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৪ বছরের এক শিশু কন্যাও রয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, জঙ্গিরা ওই এলাকার মধ্যেই আটকে রয়েছে। এলাকাটিকে চারিদিক থেকে ঘিরে রেখেছে ভারতীয় সেনা। তল্লাশি চালানো হচ্ছে প্রতিটি গ্রামে। ওই এলাকার গ্রামবাসীরা খুব আতঙ্কে রয়েছে।