অরূপ মাহাত: বিরোধী নেতাদের বিরুদ্ধে ভুয়ো মামলা করার অভিযোগ অনেক দিন থেকেই উঠছে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে। বিভিন্ন এলাকায় বিজেপি নেতাদের মিথ্যা মামলায় ফাঁসানোর বিরুদ্ধে বারবার সরব হয়েছে দলীয় নেতারা। কিন্তু এবার রাজ্য বিজেপির শীর্ষস্থানীয় নেতা মুকুল রায়কে তলব করলে শোরগোল বাধে। সূত্রের খবর, প্রয়োজনে গ্রেপ্তারও করা হতে পারে এই প্রভাবশালী নেতাকে।
সম্প্রতি কলকাতা পুলিশ পুরানো একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় বিজেপি নেতা মুকুল রায়কে। তারপরই শুরু হয় গুঞ্জন। রেলের চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে মুকুল রায়ের বিরুদ্ধে। এই নিয়ে অনেক পুরনো একটি প্রতারণার মামলায় নাম রয়েছে তাঁর।
ওই মামলায় জিজ্ঞাসাবাদের জন্যই আজ, সোমবার কলকাতা পুলিশের সদর দপ্তরে ডেকে পাঠানো হয় মুকুল রায়কে। কলকাতা পুলিশের পক্ষ থেকে একটি দল আজ তাঁকে জেরা করার কথা। রেলের চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ সত্যি প্রমাণিত হলে তাঁকে গ্রেপ্তারও করা হতে পারে বলে প্রশাসন সূত্রের খবর। এ বিষয়ে মুকুল রায় মুখ না খুললেও বিজেপি একে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবেই দেখছে।