খেলাফুটবল

রোনাল্ডোর নয়া রেকর্ড!

Advertisement

সুরজিৎ দাস: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৩৪ বছর বয়সী পর্তুগীজ এই ফুটবলারের দক্ষতা মাপার কোনো মাপকাঠি বোধহয় তৈরি করা অসম্ভব। ফুটবল দুনিয়ার অনেক রেকর্ডই তার ঝুলিতে পাঁচবার হয়েছেন বিশ্বসেরা ফুটবলার, পাঁচবার জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। এমন অনেক বিরল নজির রয়েছে ক্রিশ্চিয়ানো রোনালডোর ঝুলিতে। এবার আরো একটি রেকর্ড নিজের করে নিলেন ৩৪ বছর বয়সী ফুটবলার। রেকর্ড দশমবারের মতো পর্তুগালের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার উঠেছে তার হাতে। সেই ২০০৭ সাল থেকে পর্তুগালের বর্ষসেরার পুরস্কার জিতে চলেছেন রোনাল্ডো। এর ব্যতিক্রম ঘটেছে কেবল ২০১০ ও ২০১৪ সালে।

২০১০ সালে পুরস্কারটি উঠে সিমাওয়ের হাতে এবং ২০১৪ সালে জেতেন পেপে। গত মরশুমে জুভেন্টাসকে টানা অষ্টমবারের মতো সেরি আ’র শিরোপা জিততে গুরুত্বপূর্ণ অবদান রাখেন রোনাল্ডো। এছাড়াও পর্তুগালকে জিতিয়েছেন নেশন্স কাপের শিরোপা। ফল স্বরূপ দশমবারের মতো পর্তুগালের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতে নিলেন ৩৪ বছর বয়সী রোনাল্ডো। পুরস্কারটি জিততে রোনাল্ডো পেছনে ফেলেছেন পর্তুগালের তরুণ তুর্কি জোয়াও ফেলিক্স, ম্যানচেস্টার সিটির বার্নার্দো সিলভা, স্পোর্টিং লিসবনের মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ ও উলভসের রুবেন নেভেসকে।

Related Articles

Back to top button