সুসজ্জিত বলিউড ক্যারিয়ার এবং একাধিক হিট ফিল্ম এই দুই কথা বললেই যেই বলিউড অভিনেত্রীর কথা মাথায় আসে, তিনি হলেন শ্রীদেবী। ক্যারিয়ারের পাশাপাশি লাখ লাখ নেটিজেনের ক্রাশ ছিলেন তিনি। তাঁর সৌন্দর্যে রাতের ঘুম উড়েছে অনেক মানুষের। তবে দুর্ভাগ্যবশত কয়েক বছর আগেই মারা গিয়েছেন তিনি। তবে মৃত্যুর পরও অভিনেত্রীর জনপ্রিয়তাতে কোনো আঁচ পড়েনি। তিনি আমাদের মাঝে না থাকলেও বর্তমান সময়ে দাঁড়িয়ে তার ভক্তের সংখ্যা কোটিতে। এমন কোনো ভারতীয় পাবেন না যে শ্রীদেবী কে চেনেন না।
এই জনপ্রিয় বলিউড অভিনেত্রী শ্রীদেবী ১৯৯৬ সালে বনি কাপুরকে বিয়ে করেন। বিয়ের এক বছরের মধ্যেই ১৯৯৭ সালে তাদের এক কন্যা সন্তানের জন্ম হয় যিনি বর্তমান যুগের জনপ্রিয় বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। জাহ্নবী কাপুরের জন্ম নিয়ে সেই সময় তুমুল বিতর্ক হয়েছিল কারণ বনি কাপুর এবং শ্রীদেবীর বিয়ের মাত্র ৯ মাসের মধ্যে কন্যা সন্তানের জন্ম হয়। এরপর আবার ২০০০ সালে শ্রীদেবীর ছোট মেয়ের জন্ম হয়েছিল।
সম্প্রতি বনি কাপুর এবং শ্রীদেবীর সম্পর্ক নিয়ে একটি বড় কথা সামনে এসেছে যা নিয়ে তুমুল চর্চা চলছে ইন্টারনেট দুনিয়াতে। জানা গিয়েছে, বনি কাপুর যখন প্রথমবারের জন্য শ্রীদেবীর সাথে দেখা করেন তখনই তিনি প্রেমে পড়ে গিয়েছিলেন। কিন্তু সেই বিষয়টি তিনি সাহস করে শ্রীদেবীকে বলতে পারেনি এবং শ্রীদেবী নিজেও সেই বিষয়ে অবগত ছিলেন না। এরপর শ্রীদেবীর সাথে শুধুমাত্র কথা বলার জন্য বনি কাপুর ইচ্ছাকৃতভাবে মিস্টার ইন্ডিয়া সিনেমাতে শ্রীদেবীকে অভিনেত্রীর ভূমিকায় এনেছিলেন। পারিশ্রমিক হিসেবে শ্রীদেবীকে 10 লাখের পরিবর্তে ১১ লাখ দিয়েছিলেন তিনি।
এরপর হটাৎ একদিন শ্রীদেবীর মায়ের শরীর খারাপ হলে বনি কাপুরের সাথে বাড়ি ফিরছিলেন অভিনেত্রী। সেখানেই শ্রীদেবীর প্রতি নিজের ভালবাসার কথা প্রকাশ করেন বনি কাপুর। ওই সময়ে অভিনেত্রী খুবই রেগে যান এবং তারপর ৪ মাস তাদের মধ্যে কোন কথা হয়নি। কিন্তু শেষ পর্যন্ত অভিনেত্রী প্রেমের প্রস্তাব মেনে নেন এবং ১৯৯৬ সালে তাঁরা বিয়ের পিঁড়িতে বসেন।