টেক বার্তা

রয়েল এনফিল্ডকে প্রতিযোগিতায় ফেলবে Keeway কোম্পানির এই নতুন ক্রুজার বাইক, জেনে নিন বিস্তারিত

ক্রুজার বাইকটি দেখতে অনেকটা হারলে ডেভিডসন ফ্যাটবয়ের মত

Advertisement

হাঙ্গেরি ভিত্তিক টু হুইলার প্রস্তুতকারী সংস্থা Keeway বর্তমানে বেশ জনপ্রিয়তা পাচ্ছে ভারতীয় তথা বিদেশি গ্রাহকদের মধ্যে। কিছুদিন আগেই এই কোম্পানি ভারতীয় বাজারে বেশ কয়েকটি বাইক লঞ্চ করেছে। এই কোম্পানি চীনের কিয়ানজিং গ্রুপের মালিকাধীন। এই ব্র্যান্ড আমেরিকা, ইউরোপ, এশিয়া এবং আফ্রিকার বিভিন্ন জায়গায় প্রচলিত হলেও ভারতের বাজারে এই প্রথম তারা ব্যবসা করতে নামছে। Keeway ভারতীয় গ্রাহকদের জন্য তিনটি বাইক লঞ্চ করেছে। সেগুলি হল রেট্রো স্টাইলের স্কুটার Sixties 300i ও Vieste 300। এছাড়া এই কোম্পানি একটি ক্রুজার বাইক K Light 250V লঞ্চ করেছে।

Keeway কোম্পানির এই ক্রুজার বাইক দেখতে অনেকটা হারলে ডেভিডসন ফ্যাট বয় এর মত। এই বাইকের লুক দেখে অনেকেই মনে করেছেন যে অদূর ভবিষ্যতে রয়েল এনফিল্ডকে প্রতিযোগিতায় ফেলতে পারে এই K Light 250V বাইকটি। বিদেশি বাজারে এই বাইকের ১২৫ সিসি ও ২০০ সিসি ভ্যারিয়েন্ট উপলব্ধ হলেও ভারতের বাজারের জন্য এই কোম্পানি শুধুমাত্র ২৫০ সিসি ইঞ্জিনের ভেরিয়েন্ট লঞ্চ করেছে। এই বাইকটি অত্যাধুনিক স্পেসিফিকেশন এবং জোরদার পারফরম্যান্স অবশ্যই ভারতীয় গ্রাহকদের মন জয় করে নিতে পারবে।

K Light 250V বাইকটিতে ২৪৯ সিসির একটি V টুইন এয়ার কুল ইঞ্জিন রয়েছে যা ১৮.৭ bhp পাওয়ার এবং ১৯ Nm টর্ক উৎপাদন করতে পারে। এই বাইকের সামনে এবং পিছনে যথাক্রমে টেলিস্কোপিক ফর্ক এবং হাইড্রোলিক সাসপেনশন রয়েছে। বাইকের দুই চাকাতেই ডিস্ক ব্রেক সহ ডুয়েল চ্যানেল এবিএস সিস্টেম রয়েছে। এছাড়াও এই বাইকে রয়েছে অত্যন্ত অত্যাধুনিক কিছু ইলেকট্রনিক্স সিস্টেম।

বাইকটিকে স্টাইলিশ বানানোর জন্য দুটি সাইলেন্সার দেওয়া হয়েছে। এছাড়া রয়েছে ডিকেলসসহ ফুয়েল ট্যাংক, ইঞ্জিন গার্ড ইত্যাদি। বাইকটিতে সমস্ত জায়গায় এলইডি লাইট ব্যবহার করা হয়েছে। রয়েল এনফিল্ড বাইক থেকে এই বাইকের শক্তি কম হলেও লুকের বিচারে এটি রয়েল এনফিল্ড এর বিকল্প হতে পারে। অনেকেই মনে করছেন অদূর ভবিষ্যতে keeway কোম্পানির ক্রুজার বাইকগুলি রয়েল এনফিল্ডকে টেক্কা দিতে পারে। এখনো অব্দি K Light 250V এর দাম কোম্পানির পক্ষ থেকে ঘোষণা করা হয়নি। তবে মাত্র ১০ হাজার টাকা টোকেন মূল্য দিয়ে আপনি এখনই বাইকটি প্রি বুকিং করে রাখতে পারেন।

Related Articles

Back to top button